মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পুডু এলাকায় চালানো এক বিশেষ অভিযানে ‘জাকির সিন্ডিকেট’ নামের একটি জাল ভিসা চক্রের তিন বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে ১৩০টি বাংলাদেশি, তিনটি ইন্দোনেশিয়ান পাসপোর্ট ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।শনিবার (১২ জুলাই) মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ এক বছর ধরে ক্লাং ভ্যালিসহ আশপাশের এলাকায় বসবাসরত বিদেশিদের লক্ষ্য করে জাল ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) সরবরাহ করতেন। প্রতিটি ভিসার জন্য তারা ২,৫০০ থেকে ৬,০০০ রিঙ্গিত পর্যন্ত অর্থ আদায় করতেন।তিনি জানান, সিন্ডিকেটের একজন ছিলেন মূল সংগঠক, অপর দুইজন মধ্যস্থতাকারীর ভূমিকায় কাজ করতেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে হস্তান্তর করা হয়েছে।এদিকে একই দিনে পরিচালিত আরেকটি অভিযানে ‘শহীদ সিন্ডিকেট’ নামে আরেকটি ভুয়া ভিসা জালিয়াত চক্রের সন্ধান পায় মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। ওই অভিযানে দুই পাকিস্তানি এবং একজন মিয়ানমার নাগরিককে গ্রেফতার করা হয়েছে।এই সিন্ডিকেটটি বিভিন্ন দেশের অভিবাসীদের কাছে ৮০ থেকে ৫০০ রিঙ্গিতের বিনিময়ে ভুয়া ভিসা পরিষেবা সরবরাহ করত। অভিযানে পাকিস্তান, ভিয়েতনাম, মিয়ানমার, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিভিন্ন পাসপোর্টও জব্দ করা হয়।দাতুক জাকারিয়া শাবান হুঁশিয়ার করে বলেন, অভিবাসন বিভাগ জালিয়াত চক্রগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধ নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে। আরডি
Source: সময়ের কন্ঠস্বর