স্প্যানিশ ফুটবলের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ছিলেন লিওনেল মেসির। তবে বার্সার সাথে মেসির বিচ্ছেদ এতোটা সুখকর হয়নি। আর্থিক সমস্যায় জর্জরিত কাতালান ক্লাবটি ছেড়েছিলেন একপ্রকার বাধ্য হয়েই। তবে এবার সেই পুরনো ইতিহাস পাল্টানোর প্রস্তুতি নিচ্ছে কাতালানরা।ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, ক্যাম্প ন্যু  স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে মেসির প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের পরিকল্পনা হাতে নিয়েছে বার্সেলোনা। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার নেতৃত্বে পরিচালনা পর্ষদ চাইছে, আর্জেন্টাইন এই মহাতারকার অবদানকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হোক।২০২০-২১ মৌসুম শেষে বার্সেলোনা ছেড়ে পিএসজি এবং পরে ইন্টার মায়ামিতে খেলা সত্ত্বেও মেসির ক্যাম্প ন্যুর সঙ্গে বিশেষ সম্পর্ক অটুট রয়েছে। ক্লাবের ইতিহাসের সাফল্যের পেছনে মেসির অবদান বিশাল, তাই নতুন স্টেডিয়ামের প্রথম ম্যাচ ও আনুষ্ঠানিকতায় তাকে পুনরায় ফিরিয়ে আনার স্বপ্ন দেখা হচ্ছে।সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের গ্রীষ্মের মধ্যে ক্যাম্প ন্যুর সব কাজ শেষ হওয়ার কথা। কাজ শেষ হলেই নিজেদের ঐতিহাসকি এই স্টেডিয়ামে খেলবে কাতালানরা। এর আগে অবশ্য স্টেডিয়ামের গ্র্যান্ড উদ্বোধন আয়োজন করা হবে, সেখানে মেসির প্রতি শ্রদ্ধা জানানো হবে এক অনন্য অনুষ্ঠানে।প্রসঙ্গত ২০০৪-০৫ মৌসুমে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর ১৭ মৌসুমে মেসি খেলেছেন ৭৭৮ ম্যাচ, করেছেন ৬৭২ গোল এবং ৩০৫ অ্যাসিস্ট।মেসির সময় বার্সেলোনা জিতেছে ৩৫টি শিরোপা, যার মধ্যে রয়েছে ১০ লা লিগা, ৭ কোপা দেল রে, ৪ চ্যাম্পিয়নস লিগ, ৩ ক্লাব বিশ্বকাপ, ৩ উয়েফা সুপার কাপ ও ৮ স্প্যানিশ সুপার কাপ।সবশেষ মৌসুমে হ্যান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত খেলেছে বার্সেলোনা। ঘরোয়া লিগে ‘ট্রেবল’ জিতলেও শেষ পর্যন্ত অধরা থেকে গেছে চ্যাম্পিয়নস লিগের শিরোপা। ফলে আগামী মৌসুমে ক্যাম্প নু’র মাঠ থেকে নতুনভাবে শুরু করতে চাইবে কাতালান ক্লাবটি। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতীয়দের ভুয়া খবর না ছড়াতে বললেন রোহিত শর্মা
ভারতীয়দের ভুয়া খবর না ছড়াতে বললেন রোহিত শর্মা

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের মধ্যে দুই দেশের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ Read more

ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ভোলার দৌলতখানে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন