আগামী দিনে চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় আন্দোলন আসছে বলে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘দুর্নীতি যারা করবে, তাদের কোনো ছাড় নেই। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে মানুষ মেনে নেবেন না।’ ইনসাফ ভিত্তিক রাজনীতি করতে এনসিপি বদ্ধ পরিকর দাবি করে নাহিদ ইসলাম আরো বলেন, ‘আদালত, প্রশাসন, চাকরির ক্ষেত্রে ইনসাফ সৃষ্টি করতে হবে। সবক্ষেত্রে ইনসাফ সৃষ্টি করতে হবে। নতুবা ২৪ জুলাই বিফলে যাবে।’ শুক্রবার (১১ জুলাই) বিকেলে যশোর পদযাত্রা শেষে জজ কোর্ট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।একটি রাজনৈতিক দল আমাদের ‘কোটি কোটি মানুষের কথা বলে’ উল্লেখ করে নাহিদ বলেন, ‘আমাদের কোটি কোটি মানুষের ভয় দেখাবেন না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ১০ জন আন্দোলন শুরু করেছি, পরে আবাবিল পাখির মতো মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং ন্যায়, নীতি ও ইনসাফের সঙ্গে থাকলে মানুষ পাশে থাকবে।’নাহিদ ইসলাম এসময় ‘কোটি কোটি মানুষের কথা বলে’ দাবিকারী একটি রাজনৈতিক দলের সংস্কার ছাড়া নির্বাচনের দাবির প্রতি তীব্র সমালোচনা করে বলেন, ‘সংস্কার ছাড়া নির্বাচনে যাওয়া মানে আওয়ামী লীগের পাতানো খেলায় অংশগ্রহণ করা। তাহলে বুঝতে হবে ওই দলের নেতারা দেশের মানুষের জন্য নয়, নিজেদের জন্য রাজনীতি করেন।’নাহিদ ইসলাম আরো বলেন, ‘আমরা চাই আমলা, পুলিশ কোনো দলের দাসত্ব করবে না। বাংলাদেশের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে। একই সঙ্গে ডিজিএফআইয়ের অফিসাররা গুমে জড়িত হোক, তা আমরা চাই না।’ এসময় তিনি নির্বাচন কমিশনে (ইসি), দুদক, নিরপেক্ষ নিয়োগের দাবি করে বলেন, ‘ইসি, দুদকের মতো প্রতিষ্ঠানে আগের মতোই নিয়োগ হচ্ছে। ইসি জনগণের পক্ষে না থাকলে এদেশের ভবিষ্যৎ অন্ধকার। তবে এনসিপি জনগণকে অন্ধকারে যেতে দেবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশপন্থি রাজনীতি করতে চাই, মানুষপন্থী রাজনীতি করতে চাই।’বিচার, সংস্কার ছাড়া নির্বাচন বাংলার মানুষ মেনে নেবে না উল্লেখ করে বলেন, ‘আমরা স্বাধীনতা এনেছি, আমরা সংস্কারও আনবো। জনগণের জন্য এনসিপি রাজনীতি করছে। জনগণের অধিকারের কথা বলবে। প্রয়োজনে তার জন্য আরও একটি গণঅভুত্থানের ডাক দেয়া হবে। আর এ কারণে ২৪ গণঅভ্যুত্থান কোন অবস্থায় বিফলে যেতে পারে না। দেশের মানুষ সংস্কার ও বিচার শেষে নির্বাচন চায়।’এনসিপি যশোর জেলা শাখা আয়োজিত এ পথসভায় দলের সদস্যসচিব আক্তার হোসেন বলেন, ‘সংস্কারের আলাপ টেবিলে আছে, রাজপথে নামাতে বাধ্য করবেন না।’ এনসিপিকে সুপরিকল্পিতভাবে নির্বাচন বিরোধী দল হিসেবে পরিচিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘চাঁদাবাজির বিরুদ্ধে ও সংস্কারের পক্ষে কথা বললে একটি রাজনৈতিক দল কষ্ট পায়, দুর্নীতির বিরুদ্ধে কথা বললে কষ্ট পায়। সততার কথা বললে কষ্ট পায়। সংস্কারের কথা বললে কষ্ট পায়।’ তিনি বলেন, ‘সংস্কারে যদি কেউ বাঁধা দেয়, তাহলে ধরে নেবো তারা আওয়ামী লীগের পাহারাদার হিসেবে কাজ করছে। এনসিপিকে সুপরিকল্পিতভাবে নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা বিচার, সংস্কার ও নির্বাচন তিনটিই চাই। যারা শুধু একটা চায়, তাদের দুরভিসন্ধি রয়েছে।’মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলমের সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র যুগ্ম সমন্বয়ক শ্রাবন্তা শারমিন, দক্ষিণাঞ্চলের সমন্বয়কের সহকারী সচিব ডা. মাহমুদা মিতু, কেন্দ্রীয় নেতা খালেদ সাইফুল্লাহ জুয়েল, সাকিব রায়হান ও যশোরের স্থানীয় নেতৃবৃন্দ।এর আগে, শুক্রবার দিনের প্রথম কর্মসূচি হিসেবে শহরের একটি অভিজাত হোটেলে বেলা ১২টার দিকে যশোরে জুলাই অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতৃবৃন্দ। পরে যশোর মডেল মসজিদে জুমার নামাজ আদায় শেষে পদযাত্রায় মিলিত হন। পদযাত্রাটি মুজিব সড়ক হয়ে পথসভাস্থলে এসে শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন। এ সময় তাদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা যায়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফয়জুল করীমকে বিসিসি’র মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল
ফয়জুল করীমকে বিসিসি’র মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র করার দাবিতে বরিশালে মানববন্ধন ও Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বিএনপির শোডাউনে সেই অ্যাম্বুলেন্স চালককে শোকজ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বিএনপির শোডাউনে সেই অ্যাম্বুলেন্স চালককে শোকজ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তির শোডাউনে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের ঘটনায় চালককে শোকজ করেছে পৌরসভা কর্তৃপক্ষ।বুধবার (৭ আগস্ট) সময়ের কন্ঠস্বরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন