মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইয়াবাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা তিনজনই সহোদর বোন।বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার রাজদিয়া এলাকার মুন্সী ভিলার সামনে পাকা রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেপ্তার তিন নারী হলেন— উপজেলার লতব্দী ইউনিয়নের চর নিমতলা গ্রামের মো. মালেক শেখের মেয়ে মোসা. ফাতেমা বেগম (৩০), মোসা. শিউলি বেগম (৩৪) ও মোসা. সবুজা বেগম (৪০)।এ বিষয়ে সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’এসআর
Source: সময়ের কন্ঠস্বর