‘মালকা বানুর দেশে রে, বিয়ের বাদ্য আলা বাজে রে / মালকার বিয়া হইলো মনু মিয়ার সাথে রে…’ বাংলার জনপদে বহুল প্রচলিত এই লোকগান শুনেননি এমন মানুষ বিরল। কিন্তু এই গানের পেছনের ইতিহাস ও চরিত্রদ্বয়ের পরিচয় হয়তো অনেকেই জানেন না। ইতিহাসের পাতায় যাঁরা চোখ রাখেন, তাঁরা জানেন এই গানের অন্তরালের কাহিনি জানা যায় মনু মিয়া ও মালকা বানুর প্রেম, বিয়ে, বিচ্ছেদ এবং ভালোবাসার অমর নিদর্শনের কথা।এই কাহিনির সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে প্রায় ৩৫০ বছরের পুরনো একটি মসজিদ ‘মনু মিয়া জামে মসজিদ’। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামে অবস্থিত এই মসজিদ ইতিহাস, সংস্কৃতি এবং ভালোবাসার এক অনন্য নিদর্শন।বাংলার সুবেদার মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ শুজার সেনাপতি ছিলেন শেরমস্ত খাঁ। তাঁরই পুত্র জবরদস্ত খাঁ, যিনি পরে ‘মনু মিয়া’ নামে পরিচিতি পান। তিনি চট্টগ্রামের কাট্টলীর জমিদার দেওয়ান বদিউজ্জামানের বোন খোরসা বানুকে বিয়ে করেন। কিন্তু প্রথম স্ত্রী খোরসা বানু ছিলেন নিঃসন্তান। পরে তিনি দ্বিতীয়বার বাঁশখালীর সরল গ্রামের মালকা বানুকে বিয়ে করেন। তিনিও ছিলেন নিঃসন্তান।মনু মিয়ার মৃত্যু হলে মালকা বানু ফিরে যান বাবার বাড়িতে। আর মনু মিয়ার স্মৃতি হয়ে টিকে থাকে তাঁর জীবদ্দশায় নির্মিত মসজিদটি, যা তিনি প্রথম স্ত্রী খোরসা বানুর নামে নির্মাণ করেন। মনু মিয়া মৃত্যুবরণ করার পর তাঁকে দাফন করা হয় কাছের কাজীর পাহাড় এলাকায়।‘মনু মিয়া মসজিদ’ মুঘল আমলের শেষদিকে নির্মিত হয়। এটি ২০x৪০ ফুট আয়তনের। মসজিদের প্রধান গম্বুজটির সঙ্গে আরও কয়েকটি ছোট গম্বুজ যুক্ত রয়েছে। পুরো মসজিদজুড়ে রয়েছে দৃষ্টিনন্দন নকশা ও কারুকাজ। ২০১০ সালে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে এর টালি সংযোজন ও আংশিক সংস্কার করা হয়।মসজিদের খেদমতে থাকা মুয়াজ্জিন এনামুল হক চৌধুরী জানান, ‘এই মসজিদকে ঘিরে নানা অলৌকিক ঘটনার কথা শুনেছি। অনেকে বলেন, মাঝরাতে এখানে গুনগুন করে পবিত্র কোরআন তেলাওয়াত শোনা যায়, কিন্তু কাছে গেলে সেই আওয়াজ আর পাওয়া যায় না। আবার রাতের বেলায় মসজিদের পাশে কবরস্থানে আলোর ঝলকানি দেখা যায়।’স্থানীয় বাসিন্দা জাগির আহমদ বলেন, ‘অনেক বছর আগে খেজুর গাছে রস তুলতে গিয়ে দেখেছিলাম পুরো মসজিদ আলোকিত হয়ে আছে। অথচ সেই আলো কোনো বৈদ্যুতিক বাতির নয়। বাবাকে ডেকে এনে দেখাই, কিন্তু তখন সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল।’মসজিদের খতিব কাজী নুরুল আবছার বলেন, ‘এখানে অনেকেই মানত নিয়ে আসেন। দূর-দূরান্ত থেকে লোকজন আসে নিজেদের নিয়ত নিয়ে। অনেকেই ফিরে যান সমাধান পেয়ে। আমি এখানে তিন বছর ধরে খতিব হিসেবে দায়িত্ব পালন করছি, এবং বহু অলৌকিক কাহিনি শুনেছি।’মসজিদটির বর্তমান রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ফরিদুল হক চৌধুরীর বংশধরেরা। তাঁদের সার্বিক তত্ত্বাবধানে এখনও সেখানে নামাজ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়।আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘মনু মিয়া জামে মসজিদ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। এর ইতিহাস, স্থাপত্য ও লোককাহিনি আমাদের সংস্কৃতির অংশ। চট্টগ্রাম জেলা প্রশাসন এই মসজিদের ২০১০ সালে টালি সংযোজন ও আংশিক সংস্কার করেন।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রিমান্ডে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রিমান্ডে

 বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বংশাল থানার শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের ২ দিনের রিমান্ড মঞ্জুর Read more

নীলফামারীতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, সুশান্ত রায় গ্রেফতার
নীলফামারীতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, সুশান্ত রায় গ্রেফতার

নীলফামারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) সম্পর্কে কটূক্তিমূলক পোস্ট শেয়ারের অভিযোগে সুশান্ত রায় Read more

চৌহালীতে কৃষককে শ্বাসরোধ করে হত্যা, ৩ গরু লুট
চৌহালীতে কৃষককে শ্বাসরোধ করে হত্যা, ৩ গরু লুট

সিরাজগঞ্জের চৌহালীতে তাঁরা মিয়া (৬৫) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু নিয়ে গেছে ডাকাতরা।মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত Read more

একাত্তরে বয়স ছিল ৮ বছর, এখন তিনি মুক্তিযোদ্ধা
একাত্তরে বয়স ছিল ৮ বছর, এখন তিনি মুক্তিযোদ্ধা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে মনোয়ার হোসাইন চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অথচ মুক্তিযুদ্ধ Read more

বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু
বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলন্ত ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু হয়েছে। ভেড়াগুলো গবেষণা ও প্রজনন কাজের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন