বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে বাংলাদেশ একাদশে রয়েছে বেশ কিছু চমক। একাদশে ফিরেছেন সাইফউদ্দিন। টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টির লড়াইয়ে নামছে টাইগাররা। প্রথম ম্যাচের একাদশে তিন পেসার, দুই স্পিনার রেখেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিবের সাথে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দুই স্পিনারের একজন লেগি রিশাদ হোসেন, আরেকজন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। একাদশে ঢুকেছেন নাঈম শেখও। তবে জায়গা হয়নি জাকের আলী অনিকের। একনজরে দুই দলের একাদশ :শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, আভিষকা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, জেফরে ভ্যান্ডারসে, মাহিশ থিকশানা, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা।বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), নাঈম শেখ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ।আরডি
Source: সময়ের কন্ঠস্বর