বরিশাল নগরীতে প্রধান সমস্যা এখন জলাবদ্ধতা। ভারী বৃষ্টিপাতে পানি নামার ব্যবস্থা নেই। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মূলত সড়কে জমে থাকে পানি। এতে দূষিত পরিস্থিতিতে পড়তে হয় পথচারী, ব্যবসায়ী ও যানবাহনের আরোহীদের।বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতেই এমন চিত্র দেখা যায় নগরীর অধিকাংশ এলাকায়। সকালে এক পশলা বৃষ্টি হলেও বরিশালের আকাশে তিন দিন পর রোদের কিছুটা দেখা মিলেছিল। কিন্তু দুপুরে দুইটার পরে তা চোখে মিলেনি। তবে থেমে থেমে বৃষ্টি পড়াও অব্যাহত রয়েছে।বরিশাল আবহাওয়া অফিস বলেছে, গেল চব্বিশ ঘন্টায় তারা মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। তবে বৃষ্টির মাত্রা কমে আসলেও প্রতিদিনই কম-বেশি বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।বৃহস্পতিবারও নগরীর যেসব রাস্তা নিচু এবং ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুল, সে সব এলাকায় পানি জমে আছে। পানিতে বাসিন্দাদের বের হতে সমস্যা হয়। দোকানে কেনাবেচা কমেছে সড়কে পানি জমে থাকার কারণে।এআই
Source: সময়ের কন্ঠস্বর