আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৪ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার এডমিটে দায়িত্বরত শিক্ষকদের অবহেলার কারণে পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এতে পরীক্ষা দিতে না পারার প্রতিবাদে ওই সকল শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধসহ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সকালে তারা আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচী পালন করেন। এতে শিক্ষার্থীদের অভিভাবকরাও আন্দোলনে অংশগ্রহণ করেন।এসময় ভুক্তভোগী শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রেখেছেন। সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ‘আমাদের ক্লাসে যেসব বিষয়ে পড়ানো হয়েছে, সেসব বিষয়ে কোনো অনুমোদন নেই এই কলেজের। যার কারণে এডমিট কার্ডে পরিসংখ্যান, সমাজকর্ম ও ভূগোল বিষয় আসে, যা আমাদের পড়ানো হয়নি। তাহলে আমরা পরীক্ষার খাতায় কী লিখব? আমাদের কলেজের কয়েকজন শিক্ষক-কর্মচারীর গাফিলতির কারণে আজকে আমাদের এ অবস্থা হল।”এর জন্য যারা দায়ী, তাদের শাস্তি পেতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ এসময় শিক্ষার্থীরা বেশ কিছু দাবি তুলে ধরেন।দাবীগুলো হল- এডমিট কার্ড সংশোধনসহ পরীক্ষার নিশ্চয়তা ও লিখিত দিতে হবে। প্রবেশপত্রে ভুলের জন্য যেসব শিক্ষক-কর্মচারী দায়ী, তাদের চাকরিচ্যুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এ ঘটনায় সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা স্কুল অ্যান্ড কলেজের গেটে অবস্থান নেওয়ায় অধ্যক্ষসহ শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়েছেন। তারা কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানের পদত্যাগ দাবি করেছেন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর