শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার সময় মোসাদ্দেক হোসেনকে নিয়ে দেওয়া এক মন্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। আজ বুধবার (৯ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলেতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন, নিজের ভুল বুঝে মোসাদ্দেকের কাছে দুঃখও প্রকাশ করেছেন তিনি।শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার সময় প্রধান নির্বাচক বলেছিলেন, ‘যত দিন মেহেদী হাসান মিরাজ দলে থাকবে, তত দিন মোসাদ্দেক হোসেনের কোনো সুযোগ নেই।” এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনার সৃষ্টি হয়।’আজ সাংবাদিকদের প্রশ্নে গাজী আশরাফ বলেন, “ওটা একটা লাইভ অনুষ্ঠান ছিল। ২০–২৫ মিনিটে অনেক প্রশ্ন এসেছে, তার জবাবে আমি অনেক কিছু বলেছি। পরে বুঝতে পেরেছি, আমার শব্দচয়ন ভুল ছিল। আমার বলা উচিত ছিল—‘মিরাজ দলে থাকলে মোসাদ্দেকের সুযোগ অনেক কম।’ কিন্তু আমি বলেছিলাম—‘সুযোগ নেই।’”ভুল বুঝতে পেরে মোসাদ্দেকের সঙ্গেও দেখা করে ক্ষমা চেয়েছেন বলে জানান গাজী আশরাফ, ‘দুই দিন পর মোসাদ্দেকের সঙ্গে দেখা হয়েছিল। আমি তাকে বলেছি—আমি ওইভাবে বোঝাতে চাইনি, ভুল শব্দ ব্যবহার হয়ে গেছে। আমি সরিও বলেছি তাকে।’প্রধান নির্বাচক আরও বলেন, ‘আমি নিজেও একসময় কলাম লিখতাম। সেখানেও বারবার শব্দ ঠিক করতে হতো। এখানে লাইভে কথাগুলো কিছুটা তাড়াহুড়ার মধ্যে বলা হয়েছে।’এখনকার জাতীয় দলের কাঠামো নিয়ে গাজী আশরাফ বলেন, ‘৩০ জন খেলোয়াড়ের মধ্যেই সব ঘুরপাক খাচ্ছে। অভিজ্ঞদের অবসরের পর একটা শূন্যতা তৈরি হয়েছে। এইচপি ও ‘এ’ দল থেকে খেলোয়াড় উঠে এলেই সেটা পূরণ হবে। তবে সময় লাগবে।’আরডি
Source: সময়ের কন্ঠস্বর