জেলার সদর উপজেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৯ জুলাই) বৈরি আবহাওয়ার মধ্যে শহরের বাজার স্টেশনে মুক্তির সোপান চত্বরে এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে, যা ৬৪ জেলাতেই নির্মাণ হবে। আগামী ৫ অগাস্টে এই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে বলে আশা করছি। তিনি আরো বলেন, সিরাজগঞ্জ পিডব্লিউডি এই স্মৃতিস্তম্ভের কাঠামো তৈরি করবে। মূল স্মৃতিস্তম্ভ ঢাকায় তৈরি হবে। সেখান থেকে এনে এখানে স্থাপন করা হবে। উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে জেলায় ছাত্র, জনতা, দলীয় নেতাকর্মীসহ ২৯ জন নিহত হন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর