বিশ্বব্যাপী প্রায় ৫২৮ দশমিক ৪ বিলিয়ন রিয়াল (১৪০.৯ বিলিয়ন মার্কিন ডলার) আর্থিক সহায়তা দিয়ে বিশ্বের অন্যতম শীর্ষদাতা দেশের মর্যাদা লাভ করেছে সৌদি আরব। সোমবার (০৭ জুলাই) সৌদি এইড প্ল্যাটফর্মে এমন তথ্য প্রকাশ করা হয়। এই প্ল্যাটফর্মটি তিনটি বিভাগে বিভক্ত: মানবিক, উন্নয়ন ও জনহিতকর প্রকল্প, আন্তর্জাতিক সংগঠন এবং সংস্থাগুলিতে অবদান, এবং দর্শনার্থীদের পরিষেবায় কাজ করে। দেশটির সরকারি প্ল্যাটফর্মে প্রকাশিত তথ্য মতে, সৌদির আর্থিক সহায়তা থেকে সবচেয়ে বেশি উপকৃত দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে মিশর, দেশটি মোট ৩২ দশমিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা পেয়েছে। এরপরে ২৭ দশমিক ৬৯ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়েমেন। সুবিধাভোগীদের তালিকায় পাকিস্তান রয়েছে তৃতীয় অবস্থানে, দেশটি মোট আর্থিক সহায়তা পেয়েছে ১৩ দশমিক ১৯ বিলিয়ন ডলার। সবচেয়ে বেশি উপকৃত দেশগুলির তালিকায় সিরিয়াও রয়েছে, দেশটি পেয়েছে ৭ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। এরপরে ইরাক পেয়েছে ৭ দশমিক ৩৩ বিলিয়ন ডলার এবং ফিলিস্তিন পেয়েছে ৫ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবেদনে বলা হয়, এই পরিসংখ্যানে মানবিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন অর্জনে জনগণ এবং দেশগুলির প্রতি সৌদির মানবিক ও উন্নয়নমূলক ভূমিকার প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে। উল্লেখ্য, সৌদি ভিশন ২০৩০ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এসব প্রচেষ্টা চলমান রয়েছে। এর লক্ষ্য আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার এবং দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশকে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে সৌদিআরব সরকার।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেফতার ৩
বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেফতার ৩

ঢাকার বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে যৌন হয়রানি, হেনস্তা ও মারধরের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে  র‌্যাব।বৃহস্পতিবার (৩ এপ্রিল) র‌্যাব-৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন