সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, একটি শ্রেণি আছে যারা জুলাই অভ্যুত্থানকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। আমরা যারা গণঅভ্যুত্থান করেছি ফ্যাসিবাদী শেখ হাসিনার জুলুমের কাছে মাথা নত করি নাই। জীবনের ঝুঁকি নিয়ে আমরা সংগ্রাম করেছি। গণঅভ্যুত্থানকারীরা কাউকে ভয় পায় না, কারো পরোয়া করে না। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, একটি সুন্দর বন্দোবস্তের বাংলাদেশ। আমরা নির্বাচনের আগে আওয়ামী লীগ সহ শেখ হাসিনার গণহত্যার বিচার চাই, আমরা সংস্কার চাই, নতুন সংবিধান চাই। মুজিববাদী সংবিধান একটি ফ্যাসিবাদী সংবিধান, যে সংবিধান এদেশের মানুষকে বিভক্ত করেছে। যে সংবিধান ফ্যাসিবাদ কায়েম করেছে, সে ফ্যাসিবাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান দিতে হবে। আমরা নিরপেক্ষ প্রশাসন চাই নিরপেক্ষ বিচার ব্যবস্থা চাই। ডিসি এসপিদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আপনারা কোন দলের মুখপাত্র হিসেবে কাজ করবেন না। নাহিদ ইসলাম আরো বলেন,নির্বাচনের আগে বিচার, সংস্কার ও নতুন সংবিধান চাই। এই দাবিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আয়না ঘরের মতো অন্যায়ের জুলুমের বিচার চাই, দুই হাজারের অধিক ছাত্র জনতাকে হত্যার বিচার চাই। আগে বিচার তারপর নির্বাচন চাই। জুলাই পদযাত্রা উপলক্ষে উত্তরাঞ্চল সফর শেষে ঢাকায় ফেরার পথে সোমবার (৭ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার চত্বরে সিরাজগঞ্জ জেলা এনসিপি আয়োজিত এক পথসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ন সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজের সভাপতিত্বে এবং নাসিরুদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ,উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপি নেতা সামান্তা ইসলাম, তাসনিম জারা,জুথি অনন্যা তিথি,মুনিরা শারমিন, মাহিন সরকার সহ অন্যরা বক্তব্য রাখেন। পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ বলেন ৫ আগস্ট সারা বাংলাদেশ স্বাধীন হলেও সিরাজগঞ্জ স্বাধীন হয়েছে চার আগস্ট। যার কারনে আগামী দিনগুলিতেও আন্দোলন সংগ্রামে সিরাজগঞ্জকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন এনসিপি নেতাকর্মীদের ভয় দেখিয়ে লাভ নেই, আমাদের ভয় দেখিয়ে কাজ হবে না। আগামীতে ফ্যাসিবাদ কায়েম হলে আমরা আবারো আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে তা প্রতিহত করব। তিনি আরো বলেন আগামীর বাংলায় সংকট ঘনীভূত হচ্ছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ছবিসহএনআই
Source: সময়ের কন্ঠস্বর