হামাসের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির জন্য আলোচনা করতে একটি প্রতিনিধিদল কাতারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, হামাসের প্রস্তাবিত কিছু পরিবর্তন ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য নয়। খবর সিবিএস নিউজ।শনিবার (০৫ জুলাই) এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর জানায়, আজ রোববার কাতারে আলোচক দল পাঠানো হবে। এর এক দিন আগে শুক্রবার হামাস জানায়, তারা যুদ্ধবিরতি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাধীন প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে এবং আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।হামাসের জানায়, তারা মিশর ও কাতারের মধ্যস্থতায় দেওয়া সাম্প্রতিক প্রস্তাবের কাঠামো নিয়ে আলোচনায় আগ্রহী। এক ফিলিস্তিনি কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, হামাস চায়, যুদ্ধবিরতির পর ইসরায়েল যেন ২ মার্চের পূর্ববর্তী অবস্থানে ফিরে যায় এবং ৬০ দিনের বিরতির পর স্থায়ী যুদ্ধসমাপ্তি ঘোষণা করে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) মাধ্যমে ত্রাণ বিতরণ বন্ধের দাবিও জানিয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেন, ইসরায়েল দুই মাসের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইসরায়েল কিংবা হামাস, কোনো পক্ষই তখন এই বক্তব্য নিশ্চিত করেনি।শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এটি ইতিবাচক অগ্রগতি। আশা করি, আগামী সপ্তাহে গাজার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তবে প্রতিদিনই পরিস্থিতি বদলাচ্ছে।’প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর মন্ত্রিসভা প্রস্তাবের কিছু বিষয় মেনে নিলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি। এ ছাড়া নেতানিয়াহুর সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে ৪ লেন সড়কে অবৈধ হকার্স মার্কেট উচ্ছেদ
নড়াইলে ৪ লেন সড়কে অবৈধ হকার্স মার্কেট উচ্ছেদ

নড়াইল শহরের রূপগঞ্চ বাজারে সড়কের ফুটপাথে গড়ে ওঠা অবৈধ হকার্স মার্কেট গুড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর Read more

রিয়ালের জার্সিতে শিরোপার চূড়ায় মদ্রিচ
রিয়ালের জার্সিতে শিরোপার চূড়ায় মদ্রিচ

ম্যাচে সবটা আলো কেড়ে নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। মাঠে নামলেন, চোখ ধাঁধানো খেলা উপহার দিলেন, গোল করলেন, দলকে শিরোপা জেতালেন।

মদনে ছাগল নিয়ে সংঘর্ষে কৃষক নিহত
মদনে ছাগল নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

নেত্রকোনার মদনে ছাগল হারানোকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষের ঘটনা। এতে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন