হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রদলকর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হাবিপ্রবি সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) অফিস ভাঙচুরের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।শনিবার (৫ জুলাই) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রসংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি তাদের ফেসবুক পেজে প্রকাশ করেন।জানা গেছে, গত ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে হল সুপারের অনুমতি ছাড়াই এক শিক্ষার্থী হলে উঠার চেষ্টা করে। সেই নিউজ প্রকাশের জের ধরে গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যমকর্মীদের একমাত্র সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) অফিসরুম ভাঙচুর করে।এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম আশরাফী ৮-১০ জন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে টিএসসিতে এসে প্রথমে সাংবাদিকদের খুঁজতে থাকেন। কিন্তু সেখানে সাংবাদিকদের না পেয়ে সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর করে এবং সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালজ করতে থাকে।সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের ৪ দিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ফেসবুক পেজে তদন্ত কমিটি গঠনের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কর্মী শামীম আশরাফীর বিরুদ্ধে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গিয়েছে। উক্ত অভিযোগের তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জকির উদ্দিন আবিরকে প্রধান করে, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বী হাসান এবং সাইদুল ইসলামের নেতৃত্বে ৩ (৩) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। উক্ত তদন্ত কমিটিকে আগামী ০৬/০৭/২০২৫ তারিখের মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেছেন।এই বিষয়ে তদন্ত কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা নির্দেশনা পেয়েছি। তদন্ত কমিটির সদস্যরা মিটিং করে তদন্তের কার্যক্রম শুরু করবো।’এসকে/এইচএ
Source: সময়ের কন্ঠস্বর