কিশোরগঞ্জে জুলাই দিবস প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় জেলা শহরের নগুয়া এলাকার একটি বাসা থেকে আবদুল আউয়াল নামের এক কৃষকলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত আবদুল আউয়াল পাকুন্দিয়া উপজেলার ইসাগুম গ্রামের ইসামউদ্দিন মাস্টারের ছেলে এবং উপজেলা কৃষক লীগের সভাপতি।পুলিশ জানায়, বুধবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের নগুয়া এলাকার একটি বাসায় আওয়ামীলীগের কয়েকজন নেতা গোপন বৈঠকের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বাসাটিকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আউয়ালকে আটক করে। এসময় তার কাছ থেকে জুলাই দিবস প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল লেখা একটি ব্যনার উদ্বার করা হয়।কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটক কৃষকলীগের নেতা আবদুল আউয়ালের নামে মামলা রয়েছে। ঘটনার জিজ্ঞাসাবাদ শেষে মামলা রজু করা হবে।’আরডি
Source: সময়ের কন্ঠস্বর