বাংলাদেশে লাখো তরুণ-তরুণীর জীবনের অন্যতম বড় স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া। কেউ চায় প্রশাসনে, কেউ চায় পুলিশে, আবার কেউ শিক্ষা কিংবা পররাষ্ট্র ক্যাডারে নিজের অবস্থান গড়তে। এই স্বপ্ন শুধু চাকরির নয়—এটি আত্মতৃপ্তি, দায়িত্ব ও দেশসেবার সুযোগ পাওয়ার প্রতীক। এমনই এক স্বপ্ন পূরণ করেছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলার সন্তান জমির উদ্দিন ফিরোজ। জমির ওই এলাকার নুর ছোবাহান ও জয়নাব বিবি দম্পত্তির তিন সন্তানের মধ্যে সবার ছোট।জানা গেছে, সম্প্রতি ঘোষিত ৪৪তম বিসিএস পরীক্ষার ফলাফলে জমির উদ্দিন ফিরোজ মেধাতালিকায় ৬৬তম স্থান অর্জন করে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এটি তার জীবনের একটি বড় অর্জন, যা এসেছে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মত্যাগের দীর্ঘ পথ পেরিয়ে।জমিরের শিক্ষাজীবন শুরু হয় চট্টগ্রাম শহরে। কিন্তু হঠাৎ তার বাবার অসুস্থতা ও পারিবারিক আর্থিক সংকটের কারণে পরিবারসহ ফিরে আসতে হয় গ্রামের বাড়ি মিরসরাইয়ে। তখন থেকেই শুরু হয় সংগ্রামের নতুন অধ্যায়। তিনি পড়াশোনা চালিয়ে যান মলিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরবর্তীতে মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ে। দুই প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণি থেকে শুরু করে এসএসসি পর্যন্ত লেখাপড়া করেন।পরে তিনি নানাবাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যান প্রফেসর কামাল উদ্দিন কলেজে এবং সেখান থেকেই এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করেন এবং ভর্তি হন ইংরেজি বিভাগে—যেটি ছিল তার বহুদিনের লালিত স্বপ্ন।২০২২ সালে তিনি অনার্স ও মাস্টার্স শেষ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর ২০২৩ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (AD) পদে যোগদান করেন। তবে এর মধ্যেই ৪৩তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। কিন্তু যোগ না দিয়ে অপেক্ষা করেন নিজের কাঙ্ক্ষিত প্রশাসন ক্যাডারের জন্য। অবশেষে ৪৪তম বিসিএসে সেই স্বপ্ন পূরণ হয়।নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জমির বলেন, ‘৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেও আমি যোগদান করিনি। কারণ, আমার লক্ষ্য ছিল প্রশাসন ক্যাডারে থেকে সরাসরি জনগণের সেবা করা। আমি বিশ্বাস করি, প্রশাসনিক দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।’তার এই সাফল্যে খুশি তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। সবাই মনে করেন, জমির উদ্দিন ফিরোজ শুধু নিজের নয়, পুরো মিরসরাইয়ের গর্ব। তার জীবনসংগ্রাম ও অধ্যবসায় অন্য তরুণদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।প্রফেসর কামাল উদ্দিন কলেজের অধ্যক্ষ আবছার উদ্দিন বলেন, ‘জমির উদ্দিন শিক্ষা জীবন থেকেই অত্যন্ত ভদ্র, বিনয়ী ও মার্জিত স্বভাবের একজন ছাত্র ছিল। তার আচরণে সবসময়ই শালীনতা ও শ্রদ্ধাবোধ ছিল চোখে পড়ার মতো। পড়াশোনায় সে ছিল অত্যন্ত মনোযোগী, দায়িত্বশীল ও সময়নিষ্ঠ। শিক্ষক হিসেবে আমি তার মধ্যে সবসময়ই নেতৃত্বের গুণাবলি ও সৎ পথে এগিয়ে যাওয়ার মানসিকতা দেখেছি।’তিনি আরও বলেন, ‘জমির শুধু পরীক্ষায় ভালো ফল করেই থেমে থাকেনি, বরং জীবনের প্রতিটি ধাপে দৃঢ় মানসিকতা, ধৈর্য ও নিষ্ঠার মাধ্যমে নিজেকে প্রমাণ করেছে। তার এই সাফল্য আমাদের কলেজের জন্য যেমন গর্বের, তেমনি এই অঞ্চলের অন্যান্য শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, সে একজন আদর্শ ও মানবিক প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দেশের মানুষের পাশে দাঁড়াবে এবং জাতিকে আলোকিত করবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: ১৯ ঘণ্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: ১৯ ঘণ্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর ফারিয়া রহমান নীহা (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা Read more

ফ্লাইট বন্ধ করল নভোএয়ার
ফ্লাইট বন্ধ করল নভোএয়ার

ফ্লাইট অপারেশন আপাতত বন্ধ করল দেশের বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার। শুক্রবার (২ মে) থেকে সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।সূত্র জানিয়েছে, সাময়িকভাবে Read more

শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু: আসিফ নজরুল
শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু: আসিফ নজরুল

জুলাই আন্দোলন নির্মূলে পরিচালিত নির্বিচারে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক Read more

নবীনগর চন্দ্রা মহাসড়কে স্বস্তির ঈদ যাত্রা
নবীনগর চন্দ্রা মহাসড়কে স্বস্তির ঈদ যাত্রা

ঈদুল ফিতর উপলক্ষ্যে সাভার-আশুলিয়ার বিভিন্ন কারখানায় ছুটি হয়ে গেছে।শনিবার (২৯ মার্চ) সকাল থেকে ঢাকা-আরিচা এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের Read more

গজারিয়া মাদক ব্যবসায়ী আটক
গজারিয়া মাদক ব্যবসায়ী আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন কসাইকে আটক করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার ভবেরচর Read more

গেরিলা প্রশিক্ষণ: দায় স্বীকার করলেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া
গেরিলা প্রশিক্ষণ: দায় স্বীকার করলেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া

ঢাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানায় দায়ের করা মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন