ইরানের শত্রুদের সতর্ক করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ জেনারেল মোহাম্মাাদ পাকপৌর।বুধবার (২৫ জুন) জেনারেল মোহাম্মাাদ পাকপৌর বলেন, শত্রু কোনো ভুল করলে দৃঢ় এবং সমুচিত জবাব দিবে তেহরান। আর সেজন্য আমাদের সকল যোদ্ধা সর্বদা প্রস্তুত রয়েছে।তিনি আরও বলেন, আমাদের সকল যোদ্ধা বন্দুকের ট্রিগারে আঙুল চেপে রেখেছে। শত্রু যদি ভুল করে, তাহলে তাদের দৃঢ় ও শক্তিশালী জবাব দেয়া হবে। ঠিক যেমনটা তারা গত ১২ দিন ধরে পেয়েছে। দেশ রক্ষার্থে এক মুহূর্তের জন্যও আমরা দ্বিধাবোধ করি না।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর