জাপানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সিটিজেন সিস্টেমস জাপান কোং লিমিটেড-এর অত্যাধুনিক প্রিন্টিং সমাধান এখন থেকে পাওয়া যাবে বাংলাদেশে।মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই প্রিন্টারগুলো উন্মোচন করে দেশের প্রযুক্তি খাতে অগ্রণী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।অনুষ্ঠানে বাংলাদেশে সিটিজেন ব্র্যান্ডের দুটি ফ্ল্যাগশিপ ডিভাইস—সিটিজেন CT-D150 POS প্রিন্টার এবং সিটিজেন CLE321 বারকোড ও লেবেল প্রিন্টার—প্রথমবারের মতো উন্মোচন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সিটিজেন সিস্টেমস জাপান কোং লিমিটেড এবং স্থানীয় পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর প্রতিনিধি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।স্মার্ট টেকনোলজিসের পক্ষ থেকে চ্যানেল সেলস ডিরেক্টর মো. মুজাহিদ আল বেরুনী সুজন বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে সিটিজেন যেভাবে নির্ভরযোগ্যতা ও পারফরম্যান্সের জন্য পরিচিত, বাংলাদেশেও সেই মান বজায় রেখে আমরা দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর পাশে থাকতে চাই।’ সিটিজেন সিস্টেমস জাপান-এর পক্ষে উপস্থিত ছিলেন ইয়োহেই কোয়ামা (প্রিন্টার সেলস ডিপার্টমেন্ট) এবং সাতোরু হিগুচি (টেকনিক্যাল সাপোর্ট সেকশন)। তারা জানান, উদীয়মান বাজারে উদ্ভাবনী প্রিন্টিং প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তারা বাংলাদেশে যাত্রা শুরু করেছে। এই প্রযুক্তি খুচরা, লজিস্টিকস এবং শিল্প খাতে গতি ও দক্ষতা বাড়াবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটিজেন প্রিন্টিং বিজনেসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু সোলায়মান পলাশ, এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মাহফুজুর রহমান মুকুল।সংশ্লিষ্টরা মনে করছেন, সিটিজেনের এই আধুনিক প্রিন্টিং প্রযুক্তি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে নতুন গতিসঞ্চার করবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এসকে/আরআই
Source: সময়ের কন্ঠস্বর