রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন শেকৃবি ডিবেটিং সোসাইটির ২০২৫-২৬ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড একোয়াকালচার অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিউল হাসান সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এএসভিএম অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান।মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার রুমে সোসাইটির নির্বাচন আয়োজিত হয়। আয়োজনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ৫ জন বিতার্কিকের মাঝে নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়। নির্বাচনী বিতর্ক শেষে সোসাইটির সদস্যদের মাঝে নির্বাচনে ভোটাধিকার অর্জনের শর্তাবলী পূরণ সাপেক্ষে ৪৯ জন ভোটার পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।নির্বাচন পরিচালনায় ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন। এছাড়াও সদস্য হিসেবে ছিলেন সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, উপদেষ্টা পরিষদের সদস্য সহযোগী অধ্যাপক ড. মো. আরিফ হোসাইন, সদ্য সাবেক সভাপতি এম. এম. এ. কাইয়ুম কাফি এবং সদ্য সাবেক সভাপতি তৌহিদ আহমেদ আশিক।৭ দিনে ব্যাপী প্রচারিত এই নির্বাচনে অংশ নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত নবীন বিতার্কিক। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৮৩ তম ব্যাচের শিক্ষার্থী সাকিব বলেন, ‘এমন একটা গণতান্ত্রিক আবহে অংশগ্রহণ করতে পেরেই ভালো লাগছে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই ডিবেটিং সোসাইটির সাথে আছি। এটি অনেক গতিশীল ক্লাব, এবং প্রতিনিয়ত এখানে থেকে শেখার কিছু না কিছু আছে। তা আপনার পড়াশোনা হোক বা ব্যক্তিগত জীবনে।’সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়া নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও মডারেটর অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘বিতর্ক করতে এসে কেউ হেরে যায় না, আগামী দিনের কমিটিতে সকলে একত্রে ডিবেটিং সোসাইটিকে সামনে এগিয়ে নিয়ে যাবার আহবান থাকবে।’নির্বাচন জয়ের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নবনির্বাচিত সভাপতি ওয়াসিউল বলেন, ‘আমরা সকলে মিলে এই সোসাইটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবার চেষ্টা করব।’নব নির্বাচিত কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শেকৃবি ডিবেটিং সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আব্দুল লতিফ অভিনন্দন জানিয়েছেন।এনআই
Source: সময়ের কন্ঠস্বর