কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলায় হতাহতের কোন খবর নেই বলে জানিয়েছেন দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, কাতারে অবস্থিত উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছিল ইরানি ক্ষেপণাস্ত্র।ইরান থেকে আল উদেইদ বিমান ঘাঁটিতে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। তবে এই হামলায় এখনও পর্যন্ত কোন আমেরিকান হতাহতের খবর মেলেনি।মার্কিন প্রতিরক্ষা বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, “আরও তথ্য আসলে তা সরবরাহ করা হবে।”এদিকে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কাতারের রাজধানী দোহার ঠিক বাইরে থাকা এই ঘাঁটিতে হামলার কোনও প্রভাব পড়েনি।এফএস
Source: সময়ের কন্ঠস্বর