কাতারের মার্কিন ঘাঁটিতে মুর্হুমুর্হু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) রাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহার ওপর দিয়ে অগ্নিশিখা উড়ে যেতে দেখা যাচ্ছে।কাতারের বিভিন্ন অঞ্চল থেকে বিকট বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে। তবে, এগুলো ক্ষেপণাস্ত্র কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি। এদিকে ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নিউজ জানিয়েছে, কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এছাড়া একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরাকের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে।কাতারে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশটির আকাশে বহু ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখছেন তারা। এছাড়াও তারা একের পর এক বিস্ফোরণের শব্দও শুনতে পাচ্ছেন।এফএস
Source: সময়ের কন্ঠস্বর