টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ মিটার অবৈধ চায়না জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার (২৩ জুন) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সিংজুরি এলাকার বিলে অভিযান চালিয়ে এই জাল পোড়ানো হয়।জানা যায়, এক শ্রেণির অসাধু মৎস্য শিকারী পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন স্থানে চায়না জাল দিয়ে ডিমওয়ালা মাছ অবাধে শিকার করে আসছিল। খবর পেয়ে সোমবার দুপুরে সিংজুরি এলাকার বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারহা নাহিন যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় ২ হাজার ৪০০ মিটার চায়না জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। জালের বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম বলেন, ‘জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’এসকে/আরআই
Source: সময়ের কন্ঠস্বর