ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনে তার পরিকল্পিত সফর বাতিল করেছেন। সোমবার (২৩ জুন) প্রধানমন্ত্রীর না থাকার বিষয়টি জানিয়েছে জাপানের বিভিন্ন গণমাধ্যম। খবর আনাদোলুরঅস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং নিউজিল্যান্ডের পাশাপাশি সাম্প্রতিক ন্যাটো শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত এশিয়ার চারটি প্রশান্ত মহাসাগরীয় দেশের মধ্যে ইশিবা হলেন দ্বিতীয় নেতা যিনি যোগদান থেকে সরে এসেছেন।জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় “বিভিন্ন পরিস্থিতি” উল্লেখ করে ইশিবার সম্মেলন প্রত্যাহারের ঘোষণার তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রীর পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া সম্মেলনে টোকিওর প্রতিনিধিত্ব করবেন।এর আগে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংও শীর্ষ সম্মেলনে যোগদান না করার সিদ্ধান্ত নেন। তার জায়গায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উই সুং-ল্যাককে পাঠিয়েছেন তিনি।ন্যাটো নেতাদের মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগে দুই দিনের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও ইঙ্গিত দিয়েছেন যে তিনি যোগ দেবেন না।এবি
Source: সময়ের কন্ঠস্বর