কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কক্সবাজার ৩৪-বিজিবির সদস্যরা। এ সময় তাদের হাতে থাকা একটি রাম দা উদ্ধার করা হয়।রবিবার (২২ জুন) দিবাগত রাত ১০ টার দিকে রেজুপাড়া বিওপির একটি আভিযানিক দল তুলাতুলী নামক স্থান থেকে ইয়াবাসহ তাদের হাতে নাতে আটক করে।আটককৃতরা হলেন- কুতুপালং ১নং রোহিঙ্গা ক্যাম্প ডি ব্লকের মো. মাহমুদুল হাসান (২৩), মো. হাকিম (১৮) এবং মো. শফি আলম (৩০)। তারা সকলের পিতা আলি আহমদ ও মাতা সামছুর নাহার বলে প্রাথমিকভাবে জানা গেছে।সময়ের কন্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ৩৪-বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি)।এ সময় তিনি জানান, বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই প্রেক্ষিতে আজ রেজুপাড়া বিওপির একটি চৌকস অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে তাদের প্রতি কঠোর নজরদারি রাখায় ইয়াবা পাচার করার আগেই তাদের আটক করতে সক্ষম হয়েছে। তাদের আটক পরবর্তী দেশের প্রচলিত আইনে পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এআই
Source: সময়ের কন্ঠস্বর