ইডেন মহিলা কলেজে চার মাস ধরে উপাধ্যক্ষের পদ খালি রয়েছে। দীর্ঘদিন ধরে উপাধ্যক্ষ না থাকায় কলেজের একাডেমিক ও প্রশাসনিক কাজে দেখা দিয়েছে জটিলতা। এর ফলে প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। এতে অধ্যক্ষকে অতিরিক্ত দায়িত্ব সামাল দিতে হচ্ছে।এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আমরা ইডেন কলেজের ছাত্রীরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, দীর্ঘদিন যাবত উপাধ্যক্ষ পদটি শূন্য রয়েছে। উপাধ্যক্ষের পদটি শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে হচ্ছে না। একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে উপাধ্যক্ষের ভূমিকা অপরিসীম। একজন দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞ ব্যক্তির কলেজের প্রশাসনিক কার্যক্রমে গতি আনবে বলে বিশ্বাস করি।’তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, শীঘ্রই শূন্য পদে একজন উপযুক্ত ব্যক্তিকে নিয়োগ করে কলেজের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করুন।’আরেক শিক্ষার্থী ভূগোল বিভাগের তানিয়া বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীবান্ধব ও যোগ্য একজন আসুন উপাধ্যক্ষ পদে। যিনি আমাদের বিষয়গুলো সুষ্ঠুভাবে দেখবেন এবং আমরা আশা রাখছি তেমন একজনই পাবো।’এ বিষয়ে ইডেন মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মাহফিল আরা বলেন, ‘উপাধ্যক্ষ নিয়োগ না হওয়ায় আমাদের কাজের চাপ বেড়েছে। ভাইস প্রিন্সিপালের কাজগুলোও আমাকে দেখতে হচ্ছে, মাননীয় অধ্যক্ষ ম্যামের দেখতে হচ্ছে।’তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের দেয়া বিভিন্ন দাবিদাওয়াগুলো ঠিকমতো পূরণ হচ্ছে না। অনেকেই ভাইস প্রিন্সিপাল এর পদে আবেদন করে রেখেছে, তাও কেন শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ দিচ্ছে না তা জানি না। দ্রুত ভাইস প্রিন্সিপাল নিয়োগ হয়ে গেলে ভালো হয়।’দীর্ঘদিন উপাধ্যক্ষের পদ শূন্য থাকার বিষয়ে ইডেন মহিলা কলেজের বর্তমান অধ্যক্ষ ড. সামছুন নাহার বলেন, ‘নিয়োগ দেয়া হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। আর শুধু ইডেন মহিলা কলেজে উপাধ্যক্ষের পদ খালি তা তো নয়। সারা দেশে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এরকম অনেক পদ খালি। শিক্ষা মন্ত্রণালয়ে কয়েকবার নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে কিন্তু তারা দিচ্ছেন না। হয়ত তাদের সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। আশা করছি নিয়োগ দিয়ে দিবে খুব শীঘ্রই।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনআরবি ব্যাংকের পর্ষদ সভা ১৮ জুলাই
এনআরবি ব্যাংকের পর্ষদ সভা ১৮ জুলাই

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এনআরবি ব্যাংক পিএলসি এর পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ জুলাই কোম্পানিটির পর্ষদ Read more

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু
ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু

মাদ্রাসা থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন দুই চাচাতো ভাই সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)। শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে Read more

দুষ্কৃতকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
দুষ্কৃতকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে দুষ্কৃতকারীদের কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন