রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় গ্যারেজে আগুন লেগেছে। শনিবার (২২ জুন) রাতে সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের অফিসার রাকিবুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, ‘মিরপুর ১ নম্বরের ঈদগাহ মাঠের পাশে ছয়তলা ভবনের নিচতলায় গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিরপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘আমরা ১১টা ৪৫ মিনিটের দিকে আগুনের সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করি।’ স্থানীয় লোকজন জানিয়েছেন, ঈদগাহ মাঠের পাশে বাড়িটিতে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দ্রুত দোকান ও আশপাশের এলাকা থেকে সরে যান। ফায়ার সার্ভিসের ইউনিট দুটি রাত পৌনে ১২টার মধ্যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন পর্যন্ত আগুন কীভাবে লেগেছে তা জানা যায়নি। কেউ হতাহত হয়েছে কি না, সেটিও নিশ্চিত নয়। তবে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ঘটনাস্থলে লোকজনের ভিড় দেখা গেছে। আগুনে পিৎজা দোকান ও নিচতলার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে। এনআই
Source: সময়ের কন্ঠস্বর