ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। এরপর ঘরের মাঠ এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে সমর্থকদের সামনে ট্রফি নিয়ে উদযাপনে নেমেছিল বিরাট কোহলিরা। তবে ব্যাঙ্গালুরুর সেই বিজয় উৎসব মুহূর্তেই রূপ নেয় বিষাদে। গত ৪ জুন ট্রফি উৎসবে যোগ দিতে স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছিলেন লাখো সমর্থক। ভিড়ের চাপে হুড়োহুড়ি শুরু হলে পদদলনের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান অন্তত ১১ জন ভক্ত এবং আহত হন আরও প্রায় ৫০ জন। হতাহতদের বেশিরভাগই ছিলেন স্থানীয় যুবক-যুবতী। দুর্ঘটনার পরপরই অনুষ্ঠান স্থগিত করা হয়, এবং গোটা শহরে নেমে আসে শোকের ছায়া।এই দুঃখজনক ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএলের যেকোনো ধরনের বিজয় উদযাপন বা জনসমাগমমূলক অনুষ্ঠান নিরাপদ রাখতে নতুন নিরাপত্তা নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে।বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শাইকিয়া জানান, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে। এজন্য সব দিক বিবেচনায় রেখে কিছু নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে, যা দলগুলোকে অনুসরণ করতে হবে।’এর আগে, দুর্ঘটনার তদন্ত ও প্রতিরোধমূলক ব্যবস্থা নির্ধারণে বিসিসিআই একটি তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করেছিল। সেই কমিটির দেওয়া সুপারিশ অনুযায়ীই তৈরি করা হয়েছে প্রস্তাবিত নির্দেশনাগুলো। প্রস্তাবিত ১০ দফা নির্দেশনাগুলো হল-১) ট্রফি জেতার ৩-৪ দিনের মধ্যে কোনও দল বিজয় উৎসব পালন করতে পারবে না।২) তাড়াহুড়ো করলে এবং যথাযথ পরিকল্পনা না থাকলে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হবে না।৩) বিজয়ী দলকে বিসিসিআইয়ের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে অনুমতি নিতে হবে।৪) বোর্ডের আগাম লিখিত অনুমতি ছাড়া এ রকম কোনও অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।৫) চার থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।৬) অনুষ্ঠান স্থল এবং যাতায়াতের পথে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।৭) বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত যাত্রাপথ-সহ দলের সব যাত্রাপথে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।৮) বিজয়ী দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জন্যও পর্যাপ্ত নিরাপত্তা রাখতে হবে অনুষ্ঠানের সব অংশে।৯) জেলা পুলিশ, স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনও অনুষ্ঠান করা যাবে না।১০) আইন মেনে এবং নিরাপদে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট সব দপ্তরকে আগে নিজেদের পরিকল্পনার কথা জানাতে হবে।আরডি
Source: সময়ের কন্ঠস্বর