মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইন্স প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালানোর মাধ্যমে দেশটির পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দেয়া হয়েছে। তিনি আরও যোগ করেন, এর মাধ্যমে ট্রাম্প একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজে পাবেন বলে আশা করা হচ্ছে। খবর আল জাজিরা এনবিসি আয়োজিক মিট দ্য প্রেস অনুষ্ঠানে ভ্যান্স বলেন, আমরা চাই না বিষয়টি দীর্ঘায়িত হোক, ইতোমধ্যে যতটুকু ক্ষতি হয়েছে, চাই না আরও ক্ষতি হোক। আমরা তাদের পারমাণবিক কর্মসূচির বন্ধ চাই। তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি সমঝোতার জন্য আমরা ইরানের সঙ্গে আলোচনা করতে চাই। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র হামলার মধ্য দিয়ে কূটনৈতিক সমাধানের পথ বন্ধ করে দিয়েছে। এবি
Source: সময়ের কন্ঠস্বর