মালয়েশিয়ার জোহর রাজ্যের মাসাই এলাকার জালান কেম্পাসে অবস্থিত তামান মেগাহ রিয়ার একটি তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (২১ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।ঘটনাস্থল থেকে প্রায় ৫০ মিটার দূরত্বে অবস্থিত আবাসিক এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ে, ফলে আশপাশের জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কয়েক কিলোমিটার দূর থেকেও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এমনকি প্রতিবেশী রাষ্ট্র সিঙ্গাপুর থেকেও এই ধোঁয়া স্পষ্ট দেখা গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।আগুনে পুড়ে গেছে অন্তত ১৫টি যানবাহন, যার মধ্যে রয়েছে ৭টি তেলের ট্যাঙ্কার, ৫টি গাড়ি ও ৩টি মোটরসাইকেল। তেল মজুত করা বিশাল গুদামটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১,০০০ বর্গমিটার এলাকা।ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ (বোম্বা) জানায়, ৩৪ জন দমকলকর্মী ও ৯টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তারা ১৪টি ফোম ক্যানিস্টার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে কোনো প্রাণহানি ঘটেনি। তবে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, যার ফলে আশপাশের বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যান।ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুদামে সংরক্ষিত তেল ও রাসায়নিক উপাদান থেকেই আগুন লেগেছে এবং তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীদের একজন জানান, ‘একটা তীব্র বিস্ফোরণের শব্দে আমরা দৌড়ে বের হয়ে আসি। দেখি পুরো আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে।’এ ঘটনায় স্থানীয় প্রশাসন বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেয় এবং শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে থাকলেও এলাকা ঘিরে সতর্কতা বজায় রাখা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাজেকে পাহাড় ধসে বিচ্ছিন্ন খাগড়াছড়ির সড়ক, বিপাকে শত পর্যটক
সাজেকে পাহাড় ধসে বিচ্ছিন্ন খাগড়াছড়ির সড়ক, বিপাকে শত পর্যটক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে খাগড়াছড়ির সাথে সকল প্রকার Read more

ধামইরহাটে আ.লীগের সভাপতি গ্রেফতার
ধামইরহাটে আ.লীগের সভাপতি গ্রেফতার

নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. লুইছার রহমান (৬৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ জুলাই) Read more

ঐতিহ্য এবং সুফিবাদের পীঠস্থান খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস
ঐতিহ্য এবং সুফিবাদের পীঠস্থান খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস

ইতিহাস, ঐতিহ্য, সুফিবাদ, এবং রহস্যময়তার পীঠস্থান হলো ভারতের রাজস্থানের খাজা মইনুদ্দিন চিশতির দরগাহ। ধর্ম, সম্প্রদায় এবং ভৌগলিক সীমানার চৌকাঠ পেরিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন