চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা ও ফকির পাড়ার প্রায় দুই কিলোমিটার এলাকার পর্যন্ত সড়ক সংস্কার ও সম্প্রসারণ কাজ এখন এলাকাবাসীর জন্য এক স্থায়ী দুর্ভোগে রূপ নিয়েছে। দুই বছর আগে শুরু হওয়া সড়ক সংস্কার কাজটি জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তা খুঁড়ে ফেলে রেখেছেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার।সরেজমিনে গিয়ে ও স্থায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তর সরেঙ্গা হযরত আবদুস ছমদ শাহ সড়ক খুঁড়ে ফেলে রেখেছে ঠিকাদার। সামান্য বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে মাটির সড়কটি। কাদা মাটি মিশে কাদায় একাকার সড়কে যাতায়াত করছেন ওই এলাকার প্রায় ১০ হাজার মানুষ। দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তাটিতে উন্নয়নের ছোঁয়া না লাগায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।স্থানীয়রা জানান, রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা ও ফকির পাড়ার প্রায় দুই কিলোমিটার এলাকার মানুষদের চলাচলের একমাত্র সড়ক এটি। ২০২৩ সালের দিকে আওয়ামী লীগের এক ঠিকাদার সড়কটি খুঁড়ে আর কোনো কাজ করেনি। এরপর থেকে সড়ক দিয়ে সবধরণের যানবাহন বন্ধ রয়েছে। বৃষ্টি হলে পানি আর কাদায় ভরে যায় এ সড়কটি। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসমুখী কর্মজীবী, কৃষকসহ রোগিদেরও যাতায়াতের ভোগান্তিতে পড়তে হচ্ছেআনোয়ারা উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, রায়পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর সরেঙ্গা হযরত আবদুস সমদ শাহ সড়কটি সংস্কারের জন্য ১ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। যানবাহন চলাচলের উপযোগী করতে ২০২৩ সালে টেন্ডার পেয়ে কাজ শুরু করেন ঠিকাদার মোহাম্মদ ইব্রাহীম। ২ হাজার ৮৮ মিটার সড়কের মধ্যে ৮৫০ মিটার সড়ক কার্পেটিং কাজ শেষ করলেও এখনও বাকি রয়েছে ১ হাজার ২৩৮ মিটার সড়কের কাজ।স্থানীয় পূর্ব বরৈয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দিতিয়া আকতার (১৪) বলেন, পায়ে হেঁটে স্কুলে যেতে হয় আমাদের। বৃষ্টি হলে কাদা মাটির মধ্যে যাতায়াত করতে খুবই কস্ট হয়। অনেকসময় পা পিছলে পড়ে গেলে সেদিন আর স্কুলে যেতে পারিনা।ওই এলাকার বাসিন্দা বৃদ্ধ আবদুল মোনাফ (৫৫) বলেন, সড়কটি খুঁড়ে ফেলে না রাখলে মানুষ অন্তত হাঁটা-চলা করতে পারত; রোগি ও বৃদ্ধদের এতদুর হেঁটে আসা কিয়ামতের কস্টটা হতো না। সরকারের কাছে অনুরোধ যেন দ্রুত সড়কটি সংস্কার কাজ শেষ করেন।ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সড়কটি দিয়ে দুই গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থীছাড়াও হাজারও মানুষের যাতায়াত। ঠিকাদারের অবহেলায় বিগত দুই বছর ধরে কস্টের শেষ নেই এলাকাবাসীর। ঠিকাদারকে কাজটি শেষ করতে বললে তিনি ক্ষমতার দাপট দেখান সকলের সঙ্গে।’তবে ঠিকাদার মোহাম্মদ ইব্রাহিম বলেন, স্থানীয় এক ব্যক্তি একটি নোটিশও দিয়েছিলেন, সেটাও সমাধান করেছি। এখন বৃষ্টির কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। কাজ চলমান রয়েছে বলে তিনি দাবী করেন।আনোয়ারা উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী বলেন, ‘শীঘ্রই কাজটি শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘সড়কটির বিষয়ে জেনেছি, বর্ষায় মানুষের জনদুর্ভোগের শিকার হচ্ছেন। দ্রুত কাজ শেষ করতে উপজেলা প্রকৌশলী এবং ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর প্রেমিকের সঙ্গে বিয়ে
স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর প্রেমিকের সঙ্গে বিয়ে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ জুন) উপজেলার দক্ষিণ Read more

অবশেষে ছাড়পত্র পেল শাকিব খানের ‘বরবাদ’
অবশেষে ছাড়পত্র পেল শাকিব খানের ‘বরবাদ’

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘বরবাদ’ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ এখন তুঙ্গে। গতকাল সোমবার সিনেমাটি প্রদর্শনীর জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে Read more

এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেছেন। ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন