জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তার পারারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মো. শুভ মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া মোড় এলাকার প্রধান সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শুভ মিয়া মালিপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, মালিপাড়ার গ্রামের ছোট্ট শিশু শুভ মিয়া সন্ধ্যার দিকে বাড়ির পাশে দোকান থেকে সদাই কিনে রাস্তা পারাপার হয়ে বাড়িতে ফিরছিল। এ সময় বামুনজানি বাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ নেয়ার পথে উপজেলার ভাটারা এলাকায় পৌঁছলে শিশুটি মারা যায়।এ বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম রাশেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এনআই
Source: সময়ের কন্ঠস্বর