ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ)-এর গোলায় ইরানের সামরিক বাহিনীর আরও ২ জন কমান্ডার নিহত হয়েছেন। উভয়েই বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার ছিলেন।এক বিবৃতিতে নিহত দুই কমান্ডারের নাম-পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রথম জনের নাম আমিন পৌর যোধি এবং দ্বিতীয় জনের নাম বেনহাম শারিয়ারি। তারা উভয়েই ব্রিডেডিয়ার জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তা ছিলেন।শুক্রবার রাতে রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় বিমান অভিযান চালিয়েছে আইএএফ। এ অভিযানের সময় তেহরানের সংলগ্ন কোম প্রদেশে নিহত হয়েছেন ব্রিডেগিয়ার জেনারেল আমিন পৌর যোধি। কাছাকাছি সময়ে তেহরানে নিহত হন ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি।আইডিএফের তথ্য অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল আমিন পৌর যোধি আইআরজিসির সামরিক বা ইউএভি ড্রোন ইউনিটের প্রধান ছিলেন। আগে এ ইউনিটের সেকেন্ড কমান্ডার ছিলেন তিনি; গত ১৩ জুন আইএএফের অভিযান শুরুর পর তাকে এ ইউনিটের শীর্ষ কমান্ডার করা হয়।প্রসঙ্গত, সামরিক বা ইউএভি ড্রোন ইরানের গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্র। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ইরানের সামরিক ড্রোনের ভাণ্ডারও বেশ সমৃদ্ধ।নিহত অপর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি’র দায়িত্ব ছিল ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহ, হামাস, হুথিসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখা এবং এসব গোষ্ঠীকে অস্ত্র সরবরাহের ব্যাপারটি দেখভাল করা।এ ঘটনায় এখনও ইরানের সামরিক বাহিনী বা আইআরজিসি থেকে কোনো প্রতিক্রিয়া জাননো হয়নি।গত ১৩ জুন থেকে ইরানে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল, যা এখনও চলছে। অভিযানে এ পর্যন্ত ইরানে নিহত হয়েছেন অন্তত ৪৩০ জন। নিহতদের মধ্যে ইরানের সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরিসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। সূত্র : আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সচিব ও কমিশন প্রধানদের অপসারণের দাবি হাসনাতের
সচিব ও কমিশন প্রধানদের অপসারণের দাবি হাসনাতের

সচিব-কমিশনপ্রধানদের অপসারণের দাবি জানালেন বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

কেন মহাকাশ থেকে ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী গুনছেন বিজ্ঞানীরা?
কেন মহাকাশ থেকে ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী গুনছেন বিজ্ঞানীরা?

সাগরের পানির রংয়ের সূক্ষ্ম পার্থক্য অ্যান্টার্কটিকার অতিক্ষুদ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রাণীর গণনার কাজে সাহায্য করবে- এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। এই Read more

বৃষ্টির দিনে খিচুড়ির উপকারিতা, সঙ্গে থাকছে রেসিপি
বৃষ্টির দিনে খিচুড়ির উপকারিতা, সঙ্গে থাকছে রেসিপি

চলছে বর্ষাকাল। আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলিয়ে বর্ষাকাল। এই দুই মাস ছাড়াও জ্যৈষ্ঠ ও ভাদ্র মাসেও মাঝেমধ্যে বৃষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন