মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের নিখোঁজ হওয়া শিশু ইশরাতকে উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। শনিবার (২১ জুন) সকাল ১১ টার দিকে স্নানঘাটা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ই জুন বুধবার প্রতিদিনের ন্যায় শিশু ইশরাত মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এর পরে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। লক্ষীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর জায়গির গ্রামের রেজাউল করিম বাবুর মেয়ে। খবর পাওয়ার পর থেকেই ইশরাতের খোঁজে গোয়েন্দা সহযোগিতাসহ ওই এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালায় কালকিনি থানা পুলিশ। অবশেষে আজ সকাল ১১ টার দিকে লক্ষীপুর ইউনিয়নের স্নানঘাটা বাজারের ব্রিজ সংলগ্ন জায়গায় তাকে পাওয়া যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে কালকিনি থানা পুলিশ। পুলিশ হেফাজতে রয়েছে শিশুটি।এ বিষয়ে শিশুটির বাবা সদ্য বিদেশ ফেরত রেজাউল করিম বাবু বলেন, ‘আমার মেয়েটিকে স্নানঘাটা বাজারের ব্রিজের কাছে পেয়েছি। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিচার চাই। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে একটি পক্ষের সাথে তার বিবাদ রয়েছে। সহন্দের তীর তাদের দিকেই। তবে বাবা হিসেবে হারিয়ে যাওয়া মেয়ে খুঁজে পাওয়ার যে আত্মতৃপ্তি সেটা তার ভিতরে পরিলক্ষিত হয়নি। রহস্য রয়েই যায়।’এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা জানান, ‘মেয়েটিকে স্নানঘাটা বাজারের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মেয়েটি এখন থানায় আছে, সাথে তার বাবা ও মা রয়েছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাজিতপুরে নিখোঁজের ৫ দিন পর যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
বাজিতপুরে নিখোঁজের ৫ দিন পর যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের বাজিতপুর থেকে নিখোঁজের ৫ দিন পর মেঘনা নদীতে ভাসমান অবস্থায় রাকিব (২৭) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে Read more

ইইউ দেশগুলোর পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
ইইউ দেশগুলোর পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পণ্যের ওপর আগামী মাস থেকেই ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। শুক্রবার Read more

বাঘায় ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ
বাঘায় ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

রাজশাহীর বাঘায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণের অভিযোগে শিক্ষার্থীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। বুধবার (১৯ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন