যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ৩২ দলের এই টুর্নামেন্টে ইউরোপিয়ান ক্লাবগুলোর ওপর রীতিমতো ছড়ি ঘোড়াচ্ছে লেতিন আমেরিকান দলগুলো। বিশেষ করে ব্রাজিলিয়ান দলগুলোর কাছে নাকানি-চোবানি খাচ্ছে ইউরোপের বাঘা বাঘা ক্লাবগুলো। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে চ্যাম্পিয়নস লিগ বিজয়ী ফ্রেঞ্চ ক্লাব পিএসজিকে হারিয়ে আলোচনায় আসে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো। তার ঠিক শুক্রবার (২০ জুন) চেলসিকে হারিয়ে চমক দেখাল আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো।ব্রাজিলিয়ান ক্লাবগুলো যখন এমন আধিপত্য দেখাচ্ছে ঠিক তখনই ক্লাব বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। শুক্রবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ফিফা নির্বাহী ফুটবল সম্মেলনে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) নবনির্বাচিত সভাপতি সামি শাউদ।সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রাথমিক আলোচনায় শাউদ তাঁর লক্ষ্য ও পরিকল্পনার কথা জানান এবং বলেন, ‘আমরা ফিফার আরও কাছাকাছি থাকতে চাই। আমি চলমান ক্লাব বিশ্বকাপ এবং ব্রাজিলিয়ান ক্লাবগুলোর পারফরম্যান্সের প্রশংসা করেছি। পাশাপাশি ব্রাজিলকে আগামী ক্লাব বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত থাকার প্রস্তাবও দিয়েছি।ফিফা সভাপতি ইনফান্তিনো প্রস্তাবটি সানন্দে গ্রহণ করেছেন বলে জানান শাউদ। তিনি বলেছেন, ‘এটি পুরোপুরি সম্ভব। এখন আমাদের কাজ হচ্ছে বিষয়টি বাস্তবে রূপ দেওয়া।’তবে ব্রাজিলের পাশাপাশি স্বাগতিক হওয়ার দৌড়ে রয়েছে আরও কয়েকটি দেশ। ২০২৩ সালের জুনে সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে ফুটবল অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস জনসন বলেন, ২০২৯ সালের আয়োজক হওয়ার ব্যাপারে আগ্রহী তাঁর দেশ। আফ্রিকার বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, মরক্কোর ফুটবল ফেডারেশন প্রধান ফাওজি লেকজা জানিয়েছেন, স্পেন ও পর্তুগালকে সঙ্গে নিয়ে ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে চায় তাঁর দেশ। আরডি
Source: সময়ের কন্ঠস্বর