মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটো রিকশা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার ধলেশ্বরী ২ নম্বর সেতুর ঢালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামের হাবিব সিকদারের ছেলে রবিন শিকদার (৩০), রাজানগর গ্রামের জগদীশ মন্ডলের ছেলে কমল মন্ডল (৫০), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জামতলী গ্রামের আব্দুল ছবর মিয়ার ছেলে দুলাল মিয়া (৬৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মিনিবাস (আব্দুলপুর মিনি বাস) ও বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোচালকের অসাবধানতাই দুর্ঘটনার মূল কারণ। দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।’ এসআর
Source: সময়ের কন্ঠস্বর