গল টেস্টে আরও একবার হানা দিয়েছে বৃষ্টি। পঞ্চম দিনের প্রথম সেশনে মুশফিকুর রহিমের বিদায়ের পর নেমেছে বৃষ্টি। হাফ সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থেকেই প্যাভিলিয়নে ফেরত গেছেন মুশফিকুর রহিম। অপরপ্রান্তে অধিনায়ক নাজমুল শান্ত ১৬৮ বলে ৮৯ রানে অপরাজিত রয়েছেন।আজ শনিবার (২১ জুন) তিন উইকেটে ১৭৭ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ১৯ ওভারে ৬০ রান তুলেছে টাইগাররা। ১৮৭ রানের লিড নিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে বাংলাদেশ শুরু থেকেই দেখেশুনেই খেলছিলেন। । তবে ৭৫ ওভারের শেষ বল মিড অনে ঠেলে দিয়ে দ্রুত এক রান নিতে চেয়েছিলেন মুশফিক। এতে ডিরেক্ট থ্রোতে রান আউট হয়ে যান তিনি। তাতে এক রানের জন্য ফিফটি পাওয়া হয়নি তার।এই প্রতিবেদন লেখা পর্যন্ত চার উইকেট হারিয়ে ২৩৭ রানের সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে টাইগাররা। আরডি
Source: সময়ের কন্ঠস্বর