কক্সবাজার টেকনাফে মাদক কারবারে জড়িত দীর্ঘ দিন নিজেকে আড়াল করে রাখা সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক স্মার্ট মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।আটক আসামি টেকনাফ হ্নীলা ইউনিয়নের অন্তর্গত ফুলের ডেইল এলাকার বাসিন্দা মুহাম্মদ হাসান মেহেদি পুত্র রাশেদ হাসান মেহেরি প্রকাশ রাশেদ (৩৫)।থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০ জুন (শুক্রবার) টেকনাফ থানায় কর্মরত এএসআই তাপস কান্তি দাশের নেতৃত্বে পুলিশের একটি দল ফুলের ডেইল এলাকার উক্ত আসামির বসত বাড়ি থেকে তাকে আটক করতে সক্ষম হয়। জানান গেছে, আসামির বিরুদ্ধে ১৩/৫/২০২৪ সালে রাংগামাটি কতোয়ালি থানায় একটি মাদক মামলা রুজু হয়েছিল। উক্ত মামলায় সে দোষী সাব্যস্ত হলে বিজ্ঞ আদালত তাকে ৪ বছরের সাজা ও অনাদায়ে ২ মাস কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা প্রদান করে রায় ঘোষণা করেন। এরপর আটক হওয়ার প্রক্রিয়া থেকে বাঁচতে দীর্ঘ দিন নিজেকে আড়াল করেছিল। অবশেষে টেকনাফ থানা পুলিশের কাছে ধরা পড়েছে।এদিকে শুক্রবার রাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাশেদকে আটক করার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি তদন্ত হিমেল রায়।আসামির বিরুদ্ধে জি-আর মামলার আরো একটি ওয়ারেন্ট রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করার জন্য উক্ত আসামিকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর