পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সেতারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেতারা উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামের হানিফ হাওলাদারের স্ত্রী।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামের প্রতিপক্ষ নাসির মোল্লা পরিবারের সঙ্গে সেতারা বেগমদের জমিজমা জমা নিয়ে পূর্ব বিরোধ ছিল। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষ নাসির মোল্লা ও বশির মোল্লা লোকজন নিয়ে সেতারা বেগমের ওপর অতর্কিত হামলা করে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে পরিবারের লোকজন বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে, সেখানে শারীরিক কোন উন্নতি না হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেতারা বেগমের মৃত্যু হয়।নিহতের ছেলে কাউসার হাওলাদার অভিযোগ করে বলেন, আমার মাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের বিচার চাই।এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান সরকার বলেন, ঘটনার বিস্তারিত জেনেছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর