গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এক ব্যবসায়ীর স্বাক্ষরিত চেক জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে যুবদল নেতা রাশেদ খান উৎস (৩৫) এর বিরুদ্ধে। এ ঘটনায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী বেলায়েত হোসেন (৪৩)।ভুক্তভোগী বেলায়েত হোসেন জানান, তার টাইলস ব্যবসা প্রতিষ্ঠান ‘ইরফান এন্টারপ্রাইজ’ ভবানীপুর নৌলাপাড়া এলাকায় অবস্থিত। তিনি ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। একই দলের ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান উৎসের সঙ্গে রাজনৈতিক সুবাদে তার বন্ধুত্ব গড়ে ওঠে। সেই সূত্রে রাশেদ মাঝেমধ্যে তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে বসতেন।বেলায়েত হোসেন অভিযোগ করেন, রাজনৈতিক মামলার ভয়ে বিগত ২ বছর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি প্রায় সময় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করতেন। ব্যবসার প্রয়োজনে তিনি আগেভাগেই কিছু চেকে স্বাক্ষর করে রেখে যেতেন। এ সময় তার চেক বইয়ের একটি পাতা নিখোঁজ হয় বলে জানান তিনি।গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে হঠাৎ তার মোবাইল ফোনে ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলনের একটি এসএমএস আসে। এরপর তিনি ব্যাংকে যোগাযোগ করলে ব্যাংক কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখায়। ফুটেজে দেখা যায়, রাশেদ খান উৎস তার চেক ব্যবহার করে টাকা উত্তোলন করেছেন।পরে রাশেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি বলে দাবি করেন বেলাযেত হোসেন। বিষয়টি নিয়ে তিনি জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্ত রাশেদ খান উৎস বলেন, তিনি বেলায়েত হোসেনের কাছে থেকে পাওনা টাকা চেকের মাধ্যমে বৈধভাবেই উত্তোলন করেছেন।জয়দেবপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা সময়ের কণ্ঠস্বরকে বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এআই
Source: সময়ের কন্ঠস্বর