যুক্তরাষ্ট্র যদি ইসরাইলের পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে—এ হুঁশিয়ারি আবারও দিয়েছে ইরাকভিত্তিক ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ।শুক্রবার (২০ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আলজাজিরা।সংগঠনটির মুখপাত্র আবু আলি আল-আস্কারি এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইসরাইলের আক্রমণে অংশ নেয়, তাহলে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যেসব বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে, সেগুলো হারাবে এবং মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।’তিনি আরও বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো শিকারি মাঠে পরিণত হবে। হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালী বন্ধ হয়ে যাবে, লোহিত সাগরের তেলবন্দরগুলো অচল হয়ে পড়বে। আকাশে থাকা তাদের বিমানগুলোর পরিস্থিতিও শোচনীয় হবে।’এর আগে লেবাননের হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম এক দীর্ঘ বিবৃতিতে ইরানের পাশে থাকার ঘোষণা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহ নিরপেক্ষ থাকবে না এবং যেকোনো সময় তাদের প্রতিরোধ শক্তি সক্রিয় করা হতে পারে। হিজবুল্লাহর এই অবস্থান তেহরানের প্রতি তাদের অটল সমর্থনেরই বহিঃপ্রকাশ।বর্তমানে ইরান, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের কাতাইব হিজবুল্লাহ—এই তিনটি প্রধান ইরানঘনিষ্ঠ শক্তি একক রণনৈতিক অবস্থানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে তারা সম্মিলিত প্রতিরোধের বার্তা দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরও তীব্র করে তুলছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পরিস্থিতি এভাবে এগোলে এটি একটি বিস্তৃত অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি করছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর