বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসার ব্যবস্থার গুরুত্ব ও এই চিকিৎসা ব্যবস্থা প্রয়োগের বিভিন্ন খাত এবং  সেটি প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও উক্ত সমস্যার সমাধানের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সচেতনতা ও কর্মদক্ষতা অর্জনের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেইশন (পিটিআর) বিভাগের আয়োজনে ‘প্রভেশন অফ এভিডেন্স-বেইজড ফিজিওথেরাপি থ্রু মাল্টিডিসিপ্লিনারি হেলথকেয়ার ইন বাংলাদেশ’ শীর্ষক প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৮ ঘটিকায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে ‘প্রভেশন অফ এভিডেন্স-বেইজড ফিজিওথেরাপি থ্রু মাল্টিডিসিপ্লিনারি হেলথকেয়ার ইন বাংলাদেশ’ শীর্ষক প্রথম ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে যবিপ্রবির পিটিআর বিভাগ। উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, আমাদের দেশের স্বাস্থ্য খাতটি বিভিন্নভাবে অবহেলিত ও নানা সমস্যায় জর্জরিত। আমাদের দেশের বেশিরভাগ লোকই গরিব এবং তারা গ্রামে বসবাস করায় তারা সঠিকভাবে সঠিক সময়ে স্বাস্থ্য সেবা পাচ্ছে না। আমাদের স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট বিষয় গুরুত্বসহকারে সকলকে দেখতে হবে এবং সঠিক রোগীকে সঠিক সময়ে গুণগতমান সম্পন্ন সেবা নিশ্চিত করতে হবে যার জন্য সকল পেশাজীবীকে নিজ নিজ অবস্থানে আরো আন্তরিক হতে হবে। গুণগতমান সম্পন্ন সেবা নিশ্চিতের লক্ষ্যে সবাইকে যার যার অবস্থানে কর্মদক্ষতা অর্জন করতে হবে।যবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আমি সর্বদা দেশের মানুষের জন্য গুণগতমান সম্পন্ন সেবার স্বপ্ন দেখি। এরই অগ্রযাত্রায় নার্সিং, স্বাস্থ্য সেবা, ফিজিওথেরাপি সেন্টার, জিনোম রিসার্চ, মলিকুলার বায়োলজি এনালাইসিসসহ অন্যান্য সকল স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের বাস্তাবিক জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য যশোর শহরে একটি আধুনিক ট্রেনিং ও টেস্টিং সেন্টার করতে চাই। শিক্ষা ও স্বাস্থ্য খাতে পরিবর্তন না হলে কোন ভাবেই জুলাই এর আন্দোলনের সফলতা আসবে না।সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. সোহরাব হোসেন, বিএইচপিআই ও নির্বাহী পরিচালক সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দ্যা প্যারালাইজড (সিআরপি)। উক্ত সেমিনারে আরো বক্তব্য রাখেন, অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, বিবিপিএমএম এর সভাপতি ডা. মোহাম্মাদ শাহাদাত হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের এর পরিচালক ডা. সৈয়দ কামরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের এর অতিরিক্ত মহাপরিচালক ডা. শেখ ছাইদুল হক। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন পিটিআর বিভাগের চেয়ারম্যান ডা. এহসানুর রহমান।কনফারেন্সের প্রথম পর্ব শুরু হয় প্রেজেন্টেশন। পিটিআর বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। প্রেজেন্টেশন শেষে বিকালে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪ টায় কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মো: আমজাদ হোসেন, যশোরস্থ সাংবাদিকবৃন্দ, পিটিআর বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও অ্যালামনাই শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি উপস্থাপন করেন পিটিআর বিভাগের প্রভাষক ডা. কাজী মো. এমরান হোসেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নানা সমস্যায় জর্জরিত শেকৃবি’র বিজয়’২৪ হল, প্রভোস্টের পদত্যাগের দাবি
নানা সমস্যায় জর্জরিত শেকৃবি’র বিজয়’২৪ হল, প্রভোস্টের পদত্যাগের দাবি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিজয়'২৪ হলে ইফতারের নিম্নমান, পানির সমস্যা ও হল অপরিচ্ছন্নতার বিষয় নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের Read more

আজ ২৭ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৭ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

নেত্রকোনার আটপাড়ায় অটো রাইসমিলে শ্রমিকের মৃত্যু
নেত্রকোনার আটপাড়ায় অটো রাইসমিলে শ্রমিকের মৃত্যু

নেত্রকোনার আটপাড়ায় অটো রাইসমিলে আকাশ মিয়া (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (০৬ আগস্ট) রাতে উপজেলার ইটাখলা এলাকায় আবু সাঈদ Read more

শায়েস্তাগঞ্জে ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি
শায়েস্তাগঞ্জে ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড কোম্পানির ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্লান্টের ভেতরে নিরাপত্তা কর্মীদের হাত-পা Read more

হাসনাতের ওপর হামলা: গাজীপুরে রাতভর অভিযানে আটক ৭০
হাসনাতের ওপর হামলা: গাজীপুরে রাতভর অভিযানে আটক ৭০

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন