আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল। বর্ষায় ধানের জমি পানিতে ভরে যায়।এ জমিতে পোকা-মাকড় সহ বিভিন্ন প্রজাতির মাছ থাকে। এক শ্রেণীর বেকার লোকেরা বর্ষা মৌসুম এলেই হাঁসের খামার তৈরি করে। বর্ষা কালের শুরু থেকেই ওই খামারীরা ধানের জমিকে কেন্দ্র করে হাঁসের খামার গড়ে তুলেন। শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট ছোট বিল, বড় বিল, কদমতলী। এছাড়াও  পূর্ব লেঞ্জাপাড়া, পশ্চিম লেঞ্জাপাড়া, মড়রাসহ বিভিন্ন স্থানে ধানের জমির পাশে ওই সব খামার দেখা গেছে। এ ব্যাপারে আলাপ হয় খামারী রহিছ মিয়ার সাথে। আলাপকালে তিনি জানান দুই শতাধিক হাঁস নিয়ে খামার তৈরি করেছেন। হাঁসগুলোর খাবার ধানের জমিতে রয়েছে। সকাল হলে রহিছ মিয়া হাঁসগুলো বিভিন্ন ধানের জমিতে নিয়ে যান। বিকেল হলে হাঁসগুলো নিয়ে নির্ধারিত স্থানে চলে আসেন। প্রতিদিন হাঁসগুলো ডিম পাড়ছে।ডিমগুলো পাইকারের কাছে বিক্রি করে তিনি হাজার হাজার টাকা পাচ্ছেন। এমনভাবে আলাপ হয় খামারী,  সবুজ মিয়া, কামাল মিয়াসহ আরো কয়েকজনের সাথে। আলাপকালে তারা জানান বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে হাঁস পালনে যোগ দিয়েছেন। হাঁসগুলোর ডিম বিক্রি করে তারা বেকারত্ব দূর করতে পেরেছেন বলে জানান। ভালই চলছে তাদের দিনকাল। তারা এখন আর বেকার নয়। শায়েস্তাগঞ্জে ওই সব স্থানে চোখ পড়লেই দেখা যাবে হাঁসের বিচরণ। হাঁসগুলো সুশৃংঙ্খলভাবে খাদ্য সংগ্রহ করে। এতে ফসলের কোন ক্ষতি হচ্ছে না। হাঁস খামারীরা হাঁস পালন করে ভালভাবে দিন অতিবাহিত করছে। চোখে দেখলে বুঝা যাবে হাঁস পালন করে তারা ভালই আছে। হাঁস পালন করে বেকার যুবকরা কর্মসংস্থান খুজে নিতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএটিবিসি
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএটিবিসি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৫ থেকে ৮ আগস্ট) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে Read more

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা
তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা

দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি ঝরতে পারে। এছাড়া যেসব জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন