রাজবাড়ীর পাংশায় জামাতা কর্তৃক শ্বশুড়কে গাছের সাথে বেধে নির্যাতনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জামাতা মো. দাউদ মন্ডল তার ভাই ভাই মোঃ নাজমুল মন্ডল ও পিতা: মোঃ মিজান মন্ডলকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ।নির্বাতনের শিকার ওই শ্বশুড়ের নাম মো. সাইদুল প্রামানিক। তিনি একই গ্রামের মো. লিয়াকত প্রামানিকের ছেলে।আটককৃতরা হলেন, অভিযুক্ত জামাতা মোঃ দাউদ মন্ডল, তার ভাই মোঃ নাজমুল মন্ডল ও পিতা: মোঃ মিজান মন্ডল।স্থানীয় সূত্রে জানা গেছে, জমি বন্ধক নেওয়ার কথা বলেন ২০২৮ সালে ভাগ্নে দাউদ মন্ডলের কাছ থেকে ১ লাখ টাকা নেন তার মামা মো. সাইদুল প্রামানিক। টাকা নেওয়ার এক বছর পার হয়ে গেলেও জমি দিতে পারেন না তার মামা মো. সাইদুল প্রামানিক। পরে নিজ মেয়েকে ভাগ্নে দাউদ মন্ডলের সাথে বিয়ে মামা মো. সাইদুল প্রামানিক। পরে মামা ভাগ্নের সম্পর্ক গড়ায় জামাই-শ্বশুড়ে। তবে পাওনা টাকা ছাড় দিতে রাজি নয় জামাতা দাউদ মন্ডল। বিয়ের ৫ বছর পেরিয়ে গেলেও জামাইকে সেই টাকা ফেরৎ দেয়নি শ্বশুড়। এই টাকাকে কেন্দ্র করে দাউদের সংসারে অশান্তির শৃষ্টি হয়। পরে উত্তেজিত হয়ে শশুড়কে ধরে একটি সুপারি গাছের সাথে সঙ্গে বেঁধে রাখে নির্যাতন করেন জামাতা দাউদ মন্ডল। খরব পেয়ে ঘটনাস্থলে এসে দাউদের শ্বশুড়কে উদ্ধার করেছে পুলিশ।দাউদ মন্ডলের মা ও সাইদুল ইসলামের বোন বলেন, আমার ভাই অনেক দিন আগে টাকা নিয়েছে। টাকা চাইলে আমাদের উপর অনেক নির্যাতন করে। আজ আবার বাড়ির উপর ঝামেলা করতে আসছিলো  তাই বেধেঁ রেখেছিলো আমার ছেলে ( আমার ভাই মো. সাইদুল প্রামানিক কে) মো. দাউদ মন্ডল।এ ঘটানায় জামাতা মো. দাউদ মন্ডল বলেন, জমি বন্ধক দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ২ লাখ টাকা নেই আমার মামা সাইদুল প্রামানিক। সেই টাকা আর ফেরত দেয় না। পরে তার মেয়ের সাথে আমার বিয়ে হয়। প্রায় ৬ বছর হয়ে গেলেও আমার টাকা দেয় না। উল্টা আজে-বাজে কথা বলে। তাই আজ বেধেঁ রেখেছিলাম। পরে তারা পুলিশ ডেকে আনে।পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের জামাইসহ তিন জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রীয়াধিণ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্দোলনকারীদের দখলে ধানমন্ডি ৩২ নম্বর
আন্দোলনকারীদের দখলে ধানমন্ডি ৩২ নম্বর

১৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িসংলগ্ন Read more

সিংড়ায় ফেনসিডিলসহ দুই ভাই গ্রেপ্তার
সিংড়ায় ফেনসিডিলসহ দুই ভাই গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় বাংলাদেশে নিষিদ্ধ ভারতে উৎপাদিত ফেনসিডিল সহ মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) এবং শহীদুল ইসলাম ওরফে বাবু ( ২৫) Read more

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ফাঁস, সেই আ.লীগ নেতা আটক
শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ফাঁস, সেই আ.লীগ নেতা আটক

বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন