সোরোকা হাসপাতালে ইরানের হামলাকে “ইচ্ছাকৃত” ও “অপরাধ” হিসেবে আখ্যা দিয়েছেন ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী।শারেন হাসকেল এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেছেন, যেটি আঘাতপ্রাপ্ত হয়েছে সেটি “কোনো সামরিক ঘাঁটি নয়”, বরং “একটি হাসপাতাল” এবং এটিই ইসরায়েলের পুরো নেগেভ অঞ্চলের প্রধান চিকিৎসাকেন্দ্র।তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে হাসপাতালের ভেতরে ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা যাচ্ছে।হাসকেল আরও বলেন, “বিশ্বের এ বিষয়ে স্পষ্টভাবে কথা বলা উচিত।”এর আগে ১৭ই জুন ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরায়েল হামলা চালিয়েছিল। সূত্র-বিবিসিএমআর-২
Source: সময়ের কন্ঠস্বর