গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনন্ত ২০ জন আহত হয়েছে।বুধবার (১৮ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত টঙ্গী বাজার হোন্ডা রোড এলাকায় পিমকি অ্যাপারেলসে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, পিমকি অ্যাপারেলস লিমিটেড কারখানায় আওয়ামী লীগ সরকারের আমলে মোটর শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ওমর ফারুক সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের চাচা মতিউর রহমান মতির আশ্রয়ে ঝুট ব্যবসা করেন। ৫ আগস্টের পর আওয়ামী লীগ পালিয়ে গেলে টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতারা ঝুট ব্যবসা শুরু করেন।জানা যায়, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমনের লোকজন ঝুট আনতে যায় ওই কারখানায়। এ সময় সুমন সরকার ও কিরণের লোকজনের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে দুই পক্ষেই মারামারি হয়। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঝুট ব্যবসায়ী সহিদ হোসেন জানান, আমি দ্বিতীয় পক্ষ হিসেবে কারখানা থেকে ঝুট আনতে যাই। এ সময় কিছু লোকজন কারখানার সামনে এসে ঝুট নিতে বাধা দেয়। পরে প্রতিবাদ করতে তারা আমার লোকজনকে মারধর করে। আমার কাছে থাকা নগদ ৬ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছি। চিকিৎসা শেষ করে থানায় অভিযোগ করা হবে।ঘটনাস্থলে উপস্থিত থাকা টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী গাজী মোশারফ বলেন, আমরা সুমন সরকারের রাজনীতি করি। সুমন সরকার আমাদের নেতা। পিমকি থেকে মাল নামানোর কথা ছিল। কারখানা থেকে মাল নামানোর ডিড আমাদের লোকের নামে। মাল আনতে গেলে বিএনপি নেতা কিরণের লোক বাধা দেয়। মাল আনতে গেলে তারা লোকজনের উপর হামলা চালায় এবং মারধর করে। তাদের হাতে রামদা, ছুরি ছিল। এ সময় আমাদের ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে টঙ্গী সরকারি হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে।টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন বলেন, ওমর ফারুকের নামে ডিড করা। তাকে ব্যবসা করতে বাধা দেওয়া হচ্ছে। মাল আনতে গেলে কিরণের লোকজন হামলা করে মারধর করে ৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে।টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ বলেন, আমার নামে চুক্তি করা কিন্তু সুমন সরকারের লোকজন বাধা দিচ্ছে। আমার কেউ হামলা বা ছিনতাই করেনি। সুমন সরকারের অভিযোগ মিথ্যা বরং আমার ১০/১২ জন কর্মী আহত হয়েছে।পিমকি অ্যাপারেলস লিমিটেডের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান ধাওয়া পাল্টা ধাওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযোগ দিলে মামলা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
শেরপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বগুড়ার শেরপুরের ছোনকায় রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ লুটপাট ও শিক্ষকদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ এনে Read more

পাথরঘাটায় ভুট্টা ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার
পাথরঘাটায় ভুট্টা ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

বরগুনার পাথরঘাটার কালমেঘা ইউনিয়নে জহুরা খাতুন (৭৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২৩ মার্চ) বিকেলের দিকে কালমেঘা ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন