অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আল আমিন নামের ষোল বছর বয়সি এক কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলার এর কামাল গেট নামক এলাকা দিয়ে তাকে ফেরত দেয় বিএসএফ। দেশে ফেরা আল আমিন হবিগঞ্জ জেলা সদরের কালিগছতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বিজিবি জানান, গত ১৫ই জুন ওই কিশোর সিলেটের জাফলং সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর গতকাল বিকেলের দিকে হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে বিষয়টি সম্পর্কে বিজিবিকে অবগত করে বিএসএফ। এরপর তার পরিচয় নিশ্চিত হওয়ার পর রাতে দুবাহিনীর কমান্ডার পর্যায়ে বৈঠক শেষে ওই কিশোরকে বিজিবির নিকট ফেরত দেয় বিএসএফ। পরবর্তীতে ওই কিশোরের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের পুর্বক থানায় সোপর্দ করেছে বিজিবি।এনআই
Source: সময়ের কন্ঠস্বর