ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬) ক্লাস ছুটি থাকবে মোট ৭৫ দিন। সাপ্তাহিক ছুটি মিলিয়ে ওই শিক্ষাবর্ষে মোট ছুটি থাকছে ১৭৪ দিন এবং ক্লাস চালু থাকছে ১৯১ দিন।সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সিন্ডিকেটের সভায় এই ছুটির তালিকা অনুমোদন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দেখা যায়, মহররম (আশুরা) উপলক্ষ্যে ৫ থেকে ৬ জুলাই দুই দিন; দূর্গা পূজা, শরৎকালীন ছুটি, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষী পূজা উপলক্ষ্যে ২৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর মোট ৯ দিন; বিশ্ববিদ্যালয়ের শোক দিবস উপলক্ষ্যে ১৫ অক্টোবর ১ দিন; শীতকালীন ছুটি, শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস উপলক্ষ্যে ৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর ১৬ দিন; যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর এক দিন; শবে মেরাজ উপলক্ষ্যে এক দিন; শবে বরাত উপলক্ষ্যে এক দিন; শবে কদর, জুমুআ-তুল-বিদা, ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ ১০ দিন; মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ এক দিন; ইস্টার সানডে উপলক্ষ্যে এক দিন; বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১৪ এপ্রিল এক দিন; বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে এক দিন; গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহা উপলক্ষ্যে ২৪ মে থেকে ২১ জুন ২৯ দিন ক্লাস ছুটি থাকবে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সমাবর্তনের দিন বা দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ডাকসু সংসদ ও হল সংসদসমূহের নির্বাচনের দিনেও ক্লাস ছুটি থাকবে।এছাড়াও বিজ্ঞপ্তিতে ঈদ-ই-মিলাদুন্নবী, সরস্বতী পূজা এবং মে দিবস যেহেতু শুক্রবার পড়েছে, যা সাপ্তাহিক ছুটির দিন। তাই এগুলোকে আলাদা ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। একইভাবে জন্মাষ্টমী, শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেহেতু শনিবার পড়েছে, সাপ্তাহিক ছুটির কারণে এসব দিনকেও আলাদা ছুটির দিন হিসেবে উল্লেখ করা হয়নি।এসআর
Source: সময়ের কন্ঠস্বর