পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাংগাশিয়া খালের ওপর নির্মিত বাঁশ ও সুপারি গাছের তৈরি সাঁকো ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এতে খালের দুই পাড়ের ফলইবুনিয়া, জোলাগাতী, তালুকদার হাট, হাওলাদার হাটসহ কয়েকটি গ্রামের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।জানা গেছে, ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামের কাছারি বাড়ির খালের মোহনায় থাকা সাঁকোটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সম্প্রতি নিম্নচাপজনিত অতিবৃষ্টির কারণে পানির তীব্র চাপে সাঁকোটির মাঝের অংশ খালে পড়ে যায়। ফলে এলাকাবাসীর একমাত্র পারাপারের মাধ্যমটি এখন বন্ধ হয়ে গেছে।সাঁকোটি ছিল স্থানীয় জনগণের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। সাঁকোর দক্ষিণ পাড়েই রয়েছে জোলাগাতী ফাজিল মাদ্রাসা, জোলাগাতী হাই স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের যাতায়াত চরমভাবে বিঘ্নিত হচ্ছে। বিকল্প পথ না থাকায় অনেকে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে নৌকায় পার হচ্ছেন।স্থানীয় মাদ্রাসা ও মসজিদের পরিচালক মাওলানা মোঃ মানিক বলেন, বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ধরণা দিয়েও স্থায়ীভাবে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ ইমতিয়াজ হোসেন জানান, নতুন ব্রিজ নির্মাণের জন্য কোনো পরিকল্পনা ইঞ্জিনিয়ার অফিসের জানা নেই। তবে নতুন ব্রিজ নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে।এ ব্যাপারে অর্থ ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান জানান, এই সাঁকোটি খুবই গুরুত্বপূর্ণ। উপজেলা সমন্বয় মিটিংসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও স্থায়ীভাবে কোনো ব্রিজ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। মঙ্গলবার (১৭ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা অত্র এলাকা পরিদর্শন করেন এবং বলেন, সাধারণ মানুষের চলাচলের জন্য সাঁকোটি মেরামতের ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুপুরের মধ্যে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
দুপুরের মধ্যে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের দুই জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব Read more

যাদের বন্ধুত্ব আখেরাতেও টিকে থাকবে
যাদের বন্ধুত্ব আখেরাতেও টিকে থাকবে

মানুষ সামাজিক জীব। পৃথিবীতে বেঁচে থাকতে মানুষের সঙ্গী বা বন্ধুর প্রয়োজন হয়। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে, Read more

‘আওয়ামী লীগে বিভক্তি চ্যালেঞ্জের মুখে হাসিনা’
‘আওয়ামী লীগে বিভক্তি চ্যালেঞ্জের মুখে হাসিনা’

মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে আওয়ামী লীগে বিভক্তি, সাত কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য রেলের Read more

রাখাইনে জান্তার আরেকটি সেনা সদরদপ্তর দখলের দাবি আরাকান আর্মির
রাখাইনে জান্তার আরেকটি সেনা সদরদপ্তর দখলের দাবি আরাকান আর্মির

বার্তা সংস্থা রয়টার্স এর খবরে বলা হয়েছে যে রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর বড় একটি সদর দপ্তর দখলের দাবি করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন