গল টেস্টের দ্বিতীয় দিনটা যেন দুই চেহারায় ধরা দিল বাংলাদেশ দলের জন্য। একদিকে ব্যাট হাতে দাপুটে ইনিংস, অন্যদিকে দিনের শেষ ভাগে হঠাৎ উইকেট পতনের ঝড়।প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৮৪ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুটা ছিল দারুণ। আগের দিন ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে টাইগাররা।তবে দিনের শুরুতেই বড় ধাক্কা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিরে যান ১৪৮ রান করে, যা তিনি করেন ২৭৯ বল খেলে। সেঞ্চুরি ছাড়িয়ে ডাবল সেঞ্চুরির সম্ভাবনাও ছিল, কিন্তু তাতে বাধা দিলো তার বিদায়।এরপর মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ এক জুটি গড়েন লিটন দাস। মুশফিক ব্যাট চালান পরিণত ধৈর্যে, অন্যদিকে লিটন খেলেছেন আগ্রাসী মেজাজে। লিটন তুলে নেন হাফসেঞ্চুরি, মুশফিকও অতিক্রম করেন ১৫০ রানের মাইলফলক।চা বিরতির ঠিক আগে ৪ উইকেটে ৪২৩ রান নিয়ে শক্ত অবস্থানে ছিল বাংলাদেশ। এরপর হঠাৎ নামে বৃষ্টি। খেলা কিছু সময় বন্ধ থাকার পর স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে আবার শুরু হয় খেলা।বৃষ্টি ও বিরতির পর মুশফিক-লিটন জুটি রানের চাকা সচল রাখলেও হঠাৎ ছন্দপতন। মুশফিক ৩৫০ বল খেলে ১৬৩ রান করে ফিরেন দলের স্কোর যখন ৪৫৮। এরপরই পরের ওভারে লিটন দাস বিদায় নেন ৯০ রানে, মাত্র ১০ রান দূরে থেকে সেঞ্চুরি মিস করেন তিনি। খেলেছেন ১২৩ বলের ইনিংস।লিটনের বিদায়ের পর দ্রুত আরও দুটি উইকেট হারায় বাংলাদেশ। জাকের আলী অনিক ১৬ বলে ৮ রান করে আউট হন, নাঈম হাসান করেন ৩০ বলে ১১ রান।শেষ দিকে উইকেট হারালেও স্কোরবোর্ডে সম্মানজনক রান তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দিনশেষে ১৫১ ওভার শেষে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে মাঠ ছেড়েছে দল। ক্রিজে রয়েছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ।শ্রীলঙ্কার হয়ে সমান ৩টি করে উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো, থারিন্দু রাথনায়েকে এবং মিলান রাথনায়েকে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নরসিংদীতে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত এক যুবকের (৩৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৫ জুন) সকাল ১০টার দিকে Read more

শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল 
শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল 

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) সাংবাদিক শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে‌ছে সরকার।

অন্তর্বর্তীকালীন সরকার চায় না সংবাদমাধ্যম বন্ধ হোক 
অন্তর্বর্তীকালীন সরকার চায় না সংবাদমাধ্যম বন্ধ হোক 

অন্তর্বর্তীকালীন সরকার কোনও মিডিয়া বন্ধ করা হয়নি বলেও এতে জানানো হয়েছে।

সংস্কারের বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে তৈরি হবে ‘জুলাই চার্টার’
সংস্কারের বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে তৈরি হবে ‘জুলাই চার্টার’

বৈঠকে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “প্রথম ছয় মাসে আমাদের প্রথম Read more

আলু চাষের জন্য প্রস্তুত খেলার মাঠ
আলু চাষের জন্য প্রস্তুত খেলার মাঠ

আলু চাষের জন্য ট্রাক্টর দিয়ে খেলার মাঠ প্রস্তুত করেছেন ওসমানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল বাতেন। তার মনগড়া সিদ্ধান্তের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন