বরিশাল ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৪১২ জন, যার মধ্যে শুধু মাত্র জুন মাসে ভর্তি হয়েছে ২১৫ জন। সুস্থ হয়ে ফিরে গেছেন ৩১৬ জন। চলতি বছরে মৃত্যু হয়েছে ৩ জনের। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৯ জন। এ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৯৩ জন রোগী। পূর্বের ভর্তি ছিল ৯১ জন। সুস্থ হয়ে ফিরে গেছেন ১৭ জন।বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২ হাজার ৪৮৬ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৩২৪ জন রোগী। আর মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মৃত ৭ জনের মধ্যে পাঁচজনই বরগুনার। আক্রান্তের সংখ্যাও বরগুনায় বেশি; এ জেলায় সংখ্যা এক হাজার ৩৫৪ জন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর